EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
61. The shirt is…...
after my taste
before my taste
after one's taste
according to my taste
ব্যাখ্যা: The shirt is after my taste- মানে জামাটি আমার পছন্দসই বা প্রিয়।
62. A good judge never jumps….. the conclusion.
at
to
on
for
ব্যাখ্যা: Jump to the conclusion অর্থ তড়িঘড়ি করে সিদ্ধান্তে আসা। To যোগে বাক্যের অর্থ: একজন ভালো বিচারক কখনোই তড়িঘড়ি করে সিদ্ধান্তে আসে না।
63. I….. him on this point.
admitted to
agreed with
agree to
agreeing with
ব্যাখ্যা: Agree with somebody on something অর্থ কোনো কিছুতে কারো সাথে একমত হওয়া। সুতরাং শূন্যস্থানে agreed with বসবে। Agreed with বসিয়ে বাক্যটির বাংলা: এ বিষয়ে আমি তার সাথে একমত হয়েছি।
64. The ship's restaurant is located….. under over the sun deck.
under
over
in
on
ব্যাখ্যা: 'On the sundeck' অর্থ জাহাজের কাঠামোর উপরে বা ভিতরে কাষ্ঠফলনির্মিত যে কোনো তলের উপর যেখানে সূর্যের আলো এসে পড়ে।
65. He decided-put….. a job as a Probationary Officer.
to, up, for
to, in, for
to, forward, for
to, off, for
ব্যাখ্যা: Decide-এর পর to + verb বসে আর put in for অর্থ দরখাস্ত করা। সুতরাং শূন্যস্থানে to, in, for বসবে। Preposition গুলো যোগে বাক্যটির বাংলা: প্রবেশনারি অফিসার হিসেবে সে চাকুরির জন্য দরখাস্ত করার সিদ্ধান্তে নিয়েছিল।
66. The retired professor decided…… put….. a job as an advisor of the Central Bank.
to, up, for
to, in, to
to, in, for
to, up, with
ব্যাখ্যা: Put in for a job অর্থ চাকরির to, in, for to, up, with জন্য দরখাস্ত করা আর decide to + verb এর present form বসে। বাক্যে to, in, for যোগে বাক্যটির অর্থ: অবসর প্রাপ্ত অধ্যাপক কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা পদে চাকরির জন্য দরখাস্ত করার সিদ্ধান্ত নিল।
67. Why can't you go ….. your father?
along to
off to
on to
along with
ব্যাখ্যা: Go along with অর্থ কারো সঙ্গে যাওয়া। Along with যোগে বাক্যটির বাংলা: কেন তুমি তোমার বাবার সাথে যেতে পারো না?
68. The papers are to be prepared….. a month.
within
by
on
in
ব্যাখ্যা: 'Within a month' অর্থ এক সপ্তাহের মধ্যে।
69. The new rule is advantageous….. us.
for
of
to
with
ব্যাখ্যা: 'সুবিধাজনক' বোঝাতে advantageous-এর পরে to হয়।
70. Credit Tk. 12,000...... her account.
at
to
with
in
ব্যাখ্যা: Credit something to one's account অর্থ কারোর হিসাবনিকাশের জমার ঘরে শামিল করা। সুতরাং শূন্যস্থানে to বসবে।
71. Give an example pertinent..... the case.
with
on
to
for
ব্যাখ্যা: Pertinent to something অর্থ কোনো কিছুর সাথে প্রাসঙ্গিক। To যোগে প্রদত্ত বাক্যটির অর্থ: ঘটনার সাথে প্রাসঙ্গিক একটি উদাহরণ দাও।
72. It is natural in every man to wish…… distinction.
on
for
of
to
ব্যাখ্যা: Wish for something অর্থ বিশেষত পাওয়া সম্ভব নয় বলে মনে হয় এবং কিংবা নিতান্তই ভাগ্যগুণে পাওয়া যেতে পারে এমন কিছুর আকাঙ্ক্ষা করা। For যোগে বাক্যটির বাংলা: শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা করা প্রতিটি মানুষের ক্ষেত্রে স্বাভাবিক বিষয়।
73. The girl was reclining…… the couch.
on
by
in
to
ব্যাখ্যা: Recline (v)- হেলান দেয়া বা সটান হয়ে শুয়ে পড়া এবং এ শব্দটির সাথে Preposition 'on' বসে।
74. Man has no escape…… death.
before
from
by
in
ব্যাখ্যা: Escape শব্দটির পরে Preposition হিসেবে সর্বদা from বসে এবং সেক্ষেত্রে এর অর্থ- পালিয়ে যাওয়া/মুক্তি পাওয়া/ এড়িয়ে যাওয়া।
75. He takes pride ….. his wealth.
on
in
at
upon
ব্যাখ্যা: কোনো কিছুতে অহংকার থাকা বা করা বোঝাতে takes pride in ব্যবহৃত হয়।
76. Many modern medicines are derived….. plants and animals.
from
on
for
in
ব্যাখ্যা: Derive from something অর্থ কোনো কিছু থেকে উৎপন্ন/উদ্ভুত হওয়া। From যোগে বাক্যটির বাংলা: অনেক আধুনিক ওষুধ গাছপালা এবং প্রাণী থেকে উৎপাদন করা হয়।
77. Nature has given us an abundant wealth….. the form of forests.
by
in
at
with
ব্যাখ্যা: In form of something অর্থ কোনো কিছুর রূপে। In যোগে বাক্যের বাংলা: প্রকৃতি বন আকারে আমাদের প্রচুর সম্পদ দিয়েছে।
78. The mother was anxious….. the safety of her son .
at
for
about
upon
ব্যাখ্যা: Anxious about something অর্থ কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন। About যোগে বাক্যটির বাংলা: মা তার সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
79. The cat jumped….. the chair.
from
out
off
on
ব্যাখ্যা: [Note: 'Jump off' অর্থ লাফ দিয়ে কোনো স্থান থেকে নামা আর 'Jump on' অর্থ লাফ দিয়ে কোনো স্থানে বসা। সুতরাং সঠিক উত্তর off এবং on ।।
80. Ariyan was stabbed- a lunatic….. a dagger.
with, with
by, by
with, by
by, with
ব্যাখ্যা: By someone অর্থ কারো কর্তৃক আর with something অর্থ কোনো কিছু দিয়ে। By, with যোগে বাক্যটির বাংলা: একটা উন্মাদ কর্তৃক Ariyan কে ছুরিকাঘাত করা হলো।