MCQ
2121. 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ কী?
তীরে পৌঁছার ঝুঁকি
আসন্ন বিপদ
সঞ্চয়ের প্রবৃত্তি
মুমূর্ষু অবস্থা
2122. 'তেলও কম ভাজাও মচমচে' বাগধারার বিশিষ্ট অর্থ-
অভাবে সান্ত্বনা
অল্প উপকরণে ভালো ব্যবস্থা
তেলে ভাজা
অল্পে সন্তুষ্ট
2123. ঠোঁটকাটা' বাগধারাটির অর্থ কী?
খুব অলস
রাগী লোক
বেয়ারা লোক
বেহায়া
2124. 'তুলসী বনের বাঘ' এর অর্থ কোনটি?
সুসময়ের বন্ধু
ভণ্ড
অদৃশ্য বস্তু
নির্লজ্জ
2125. 'চোখ পাকানো' বাগধারাটির সঠিক অর্থ কি?
ইঙ্গিত করা
সতর্ক করা
ক্রোধ দেখানো
ফাঁকি দেয়া
2126. 'ধর্মের ষাঁড়' বাগধারার অর্থ কী?
সুসময়ের বন্ধু
বেহায়া
স্বার্থপর
অকর্মণ্য
2127. 'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কী?
অতি আকাঙ্ক্ষিত বস্তু
অদৃষ্টের পরিহাস
অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
বিশেষ সম্মানিত ব্যক্তি
2128. 'দুধের মাছি' বাগধারাটির অর্থ-
দুধ খাওয়া মাছি
দুধে বসা মাছি
সুসময়ের বন্ধু
অসময়ের বন্ধু
2129. 'ঝোলের লাউ অম্বলের কদু'- বাগধারার অর্থ কী?
জীর্ণশীর্ণ লোক
মিশিয়ে ফেলা
সব পক্ষের মন জুগিয়ে চলা
পুথিগত বিদ্যাসাগর
2130. 'দহরম-মহরম' এর বিপরীত বাগধারা কোনটি?
জিলাপির প্যাঁচ
অহিনকুল
দুধের মাছি
বসন্তের কোকিল
2131. 'তাসের ঘর' এর অর্থ কী?
বিশৃঙ্খলা
ক্ষণস্থায়ী
এলোমেলো
তাস খেলার ঘর
2132. 'নাছোড়বান্দা' অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি?
খয়ের খাঁ
তীর্থের কাক
চিনে জোঁক
মনিকাঞ্চন যোগ
2133. 'চাঁদের হাট' কথাটির অর্থ কী?
আনন্দের প্রাচুর্য
পূর্ণিমা রাত
কচিকাঁচার মেলা
জ্যোৎস্না
2134. 'তামার বিষ' বাগধারার অর্থ কী?
অর্থের কুপ্রভাব
ক্ষণস্থায়ী
অপচয়
কৃপণের কড়ি
2135. 'নয় ছয়' বাগধারাটির অর্থ কোনটি?
গুছিয়ে রাখা
ফেলে দেয়া
এলোমেলো
এর কোনোটিই নয়
2136. চাপে পড়ে কাবু হওয়া"- এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
অকাল কুষ্মান্ড
চোরে না শোনে ধর্মের কাহিনী
ঠেলার নাম বাবাজি
রাবণের চিতা
2137. 'দন্ত-ব-দস্ত' কথার অর্থ কী?
বন্ধু বনাম বন্ধু
হাতে-হাতে
খেতে-খেতে
আস্তে-আস্তে
2138. সঠিক অর্থ কোনটি? 'তালপাতার সেপাই '
অত্যন্ত ভদ্র
অত্যন্ত আদুরে
পক্ষপাতদুষ্ট
অতিশয় দুর্বল
2139. 'ডাকাবুকো'- প্রবাদটির অর্থ কি?
বদরাগী
দুরন্ত
চাটুকার
ভণ্ড
2140. 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কী?
কপট ব্যক্তি
হতভাগ্য
ঘনিষ্ঠ সম্পর্ক
মোসাহেব