MCQ
2361. বাক্যে বিষের বিশেষণ কোথায় বসে?
বিশেষণের পূর্বে
বিশেষ্যের পূর্বে
প্রথমে
শেষে
2362. .'এবং' কোন পদ?
সর্বনাম
বিশেষ্য
বিশেষণ
অব্যয়
2363. 'সুকুমার' শব্দের বিশেষ্য রূপ কোনটি?
সৌকুমার্য
সোকৌমার্য
সুকুমার্য
সৌকুমার্য
2364. 'শ্যামল' পদের বিশেষ্য কোনটি?
শ্যামালিকা
শ্যামালিমা
শ্যাম
শ্যামলী
2365. কোন জাতীয় 'শব্দে 'য' এর ব্যবহার হয় না?
সংস্কৃত
বিদেশি
তদ্ভব
দেশি
2366. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের বিশেষণ?
বসুধা
পার্থিব
ধরুণী
পৃথিবী
2367. ছেলেটি দ্রুত দৌড়ায়। 'দ্রুত' কোন পদের উদাহরণ?
বিশেষণ
ক্রিয়া বিশেষণ
ক্রিয়া
বিশেষ্য
2368. সন্ধি বিচ্ছেদ করুন: 'সংগীত'।
সং+গীত
সং+গিত
সম্+গিত
সম্+গীত
2369. 'প্রস্তুত' কোন পদ?
বিশেষ্য
সর্বনাম
বিশেষণ
অব্যয়
2370. বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত কোন শব্দজোড় শুদ্ধ নয়?
সৌন্দর্য-সুন্দর
সংবাদ-সাংবাদিক
আকুলতা-আকুতি
পরমাণু-পারমাণবিক
2371. 'এক' এর বিশেষ্যরূপ কোনটি?
একাধিক
একতা
বহু
একক
2372. অপমান শব্দে 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
বিপরীত
বিকৃত
নিকৃষ্ট
অভাব
2373. 'লোকটি দরিদ্র কিন্তু সৎ' এই বাক্যে 'কিন্তু' হলো-
বিয়োজক অব্যয়
সংকোচক অব্যয়
সংযোজক অব্যয়
বিস্ময়াদিসূচক অব্যয়
2374. সভয়ে লোকটি বলল, বাষ আসছে। এখানে 'সভরে' পদটি কোন বিশেষণের উদাহরণ?
বিশেষ্যের বিশেষণ
বিশেষণের বিশেষণ
ক্রিয়া বিশেষণ
নাম বিশেষণ
2375. 'নীল আকাশ' কি বাচক নাম বিশেষণ?
রূপবাচক
ভাববাচক
গুণবাচক
অবস্থাবাচক
2376. 'অভিধান' শব্দটির বিশেষণ পদ কোনটি?
আভিধানিক
অভিধান
অভিধানি
অভিধানিক
2377. 'জন্ম' শব্দের বিশেষণ-
জীবন
জাত
বংশ
জাতি
2378. 'অলস' এর বিশেষ্য পদ কোনটি?
অলসতা
আলসে
আলস্য
আলসেমী
2379. 'পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন' এখানে 'কিন্তু' কোন ধরনের অব্যয়?
সংযোজক
সংকোচক
বিয়োজক
পদান্বয়ী
2380. কোনটি ক্রমবাচক শব্দ?
পাঁচই
সপ্তমই
এগার
একুশে