Image
MCQ
2481. চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল?
নীতি চর্চা
সাহিত্য চর্চা
ধর্ম চর্চা
অনুবাদ চর্চা
2482. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
অস্তিত্ববাদ
অভিকব্যক্তিবাদ
পরাবাস্তববাদ
দ্বৈতাদ্বৈতবাদ
2483. বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?
2484. 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ'- গানটির রচয়িতা-
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
জসীমউদ্দীন
আব্বাস উদ্দীন আহমদ
2485. চর্যাপদ তিব্বতি ভাষায় কে অনুবাদ করেন?
মুনিদত্ত
কীর্তিচন্দ্র
প্রবোধচন্দ্র বাগচী
হরপ্রসাদ শাস্ত্রী
2486. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-
দ্বারকানাথ ঠাকুর
রথীন্দ্রনাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
2487. চণ্ডীচরণ মুন্সী কে?
শ্রীরামপুর মিশনের লিপিকার
সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক
কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
2488. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
জ্যোতিপ্রকাশ দত্ত
রিজিয়া রহমান
শহীদুল জহির
দিলারা হাশেম
2489. 'রঞ্জন' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
বিসর্জন
মুক্তধারা
রক্তকরবী
ডাকঘর
2490. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-
জশুয়া মার্শম্যান
ডেভিড হেয়ার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
2491. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?
কমলাকান্ত
লোকরহস্য
মুচিরাম গুড়ের জীবনচরিত
যুগলাঙ্গুরীয়
2492. 'নাম রেখেছি কোমল গান্ধার' কাব্যের রচয়িতা-
রবীন্দ্রনাথ ঠাকুর
অমিয় চক্রবর্তী
বিষ্ণু দে
প্রেমেন্দ্র মিত্র
2493. কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?
রবীন্দ্র সংগীত
ভাটিয়ালি গান
নজরুল সংগীত
বাউল গান
2494. 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি-
রফিক আজাদ
আবুল হোসেন
আল মাহমুদ
আবুল হাসান
2495. "একুশ মানে মাথা নত না করা"- এই অমর পঙক্তির রচয়িতা-
আবদুল গাফফার চৌধুরী
আবুল ফজল
মুনীর চৌধুরী
সিরাজুল ইসলাম
2496. 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা-
রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
অক্ষয়কুমার দত্ত
রাধানাথ শিকদার
2497. বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ-
তৎসম
দেশি
তদ্ভব
বিদেশি
2498. 'যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।' কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?
নূরনামা
মধুমালতী
নসিহতনামা
ইউসুফ-জুলেখা
2499. লুইপা কোন যুগের কবি?
প্রাচীন যুগ
মধ্যযুগ
আদি-মধ্যযুগ
আধুনিক যুগ
2500. শামসুর রাহমানের রচিত উপন্যাস-
রৌদ্র করোটিতে
প্রেম একটি লাল গোলাপ
পতঙ্গ পিঞ্জর
অদ্ভুত আঁধার এক