MCQ
2801. কোনটি বাংলা উপসর্গ?
উপ
ধর
গর
ভর
2802. উপসর্গযোগে গঠিত শব্দ হলো-
নবান্ন
আকাল
পঞ্চনদ
ঢাকাই
2803. 'বরখেলাপ' শব্দে 'বর' কোন ধরনের উপসর্গ?
খাঁটি বাংলা
তৎসম
আরবি
ফারসি
2804. গগণে গরজে মেঘ। 'মেঘ' কোন কারক?
কর্মকারক
কর্তৃকারক
করণ কারক
অপাদান কারক
2805. 'উৎক্ষিপ্ত' শব্দে 'উৎ' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ঊর্ধ্বে
প্রস্তুতি
ক্ষিপ্রতা
নিশ্চয়তা
2806. যা ক্রিয়া সম্পাদন করে তাকে কী বলে?
কবিজ্ঞপ্তি
উপসর্গ
অনুজ্ঞা
কারক
2807. সংস্কৃত উপসর্গ 'অব' সাধারণত কোন অর্থে ব্যবহার হয়?
অভাব
খনিকট
অল্প
দূরে
2808. নিচের কোনটি বিভক্তি নয়?
দ্বারা
থেকে
চেয়ে
পর্যন্ত
2809. 'লোকে কিনা বলে'- বাক্যের 'লোক' শব্দের সাথে কোন বিভক্তি যুক্ত আছে
-এ
-কে
-যে
-তে
2810. 'সরস' শব্দের 'স' উপসর্গ কি অর্থ প্রকাশ করে?
ক্ষুদ্র
সঙ্গে
বিশাল
অভাব
2811. 'নিমরাজি' শব্দের 'নিম' উপসর্গটি কোন ভাষার?
আরবি
বাংলা
ইংরেজি
ফারসি
2812. 'অর্থ অনর্থ ঘটায়' অর্থ এর কারক ও বিভক্তি কী?
কর্মে শূন্য
করণে ২য়া
অপাদানে ২য়া
কর্তায় শূন্য
2813. 'মুষলধারে বৃষ্টি পড়ছে'- বাক্যে 'বৃষ্টি' কোন কারকে কোন বিভক্তি?
কর্তা কারকে সপ্তমী
কর্মকারকে শূন্য
কর্তা কারকে শূন্য
করণ কারকে শূন্য
2814. 'আমি ঢাকা যাব'। এখানে 'ঢাকা' কোন কারক?
কর্ম
করণ
অপাদান
অধিকরণ
2815. সাপের হাসি বেদেয় চেনে। রেখা চিহ্নিত শব্দটির কারক নির্ণয় করুন।
কর্মকারক
কর্তৃকারক
করণকারক
অপাদান
2816. বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার?
২
৩
৪
৬
2817. উপসর্গ কোনটি?
অতি
চেয়ে
থেকে
সবগুলো
2818. কোন উপসর্গটি 'বাংলা' ও 'তৎসম' উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়?
অ
না
সু
বে
2819. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেয়া হয়েছে?
পাগলে কি না বলে
বনে বাঘ থাকে
অন্ধজনে দেহ আলো
ফুলে ফুলে বাগান ভারা
2820. 'গরুতে দুধ দেয়' বাক্যে 'গরুতে' কোন কারকে কোন বিভক্তি?
করণে সপ্তমী
কর্তৃকারকে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী