MCQ
2741. 'টাকায় সবই হয়' এখানে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?
কর্মে দ্বিতীয়া
সম্প্রদানে সপ্তমী
অপাদানে সপ্তমী
করণে সপ্তমী
2742. কোনটি কর্মকারকে শূন্য বিভক্তি?
ডাক্তার ডাক
লোক মুখে শোনা
বিপদে যেন না করি ভয়
জলকে চল
2743. 'টাকায় কি না হয়' বাক্যে নিম্নরেখ টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে ৭মী
করণে ৭মী
কর্মে শূন্য
কর্তায় ২য়া
2744. 'কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা'- এখানে 'কাব্য' এর কারক বিভক্তি কোনটি?
কর্মে শূন্য
অধিকরণে শূন্য
করণে শূন্য
কর্তায় শূন্য
2745. 'তাহলে তুমি লাঠি খেলতে জান না' এখানে 'লাঠি' কোন কারক ও বিভক্তি?
কর্তায় তৃতীয়া
করণে তৃতীয়া
কর্মে প্রথমা
করণে প্রথমা
2746. 'যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।' বাক্যে নিম্নরেখ বাঘের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে যষ্ঠী
অপাদানে সপ্তমী
কর্মে ষষ্ঠী
করণে শূন্য
2747. 'রূপার চেয়ে সোনার দাম বেশি'। স্ফীত হরফের সোনার শব্দটি যে কারকের দৃষ্টান্ত-
কর্ম
করণ
কর্তৃ
অধিকরণ
2748. 'যখন পড়বে না মোর পায়ের চিহ্ন।' বাক্যে নিম্নরেখ পায়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মকারকে দ্বিতীয়া
করণ কারকে ষষ্ঠী
অপাদান কারকে ষষ্ঠী
অধিকরণ কারকে ষষ্ঠী
2749. 'হেলায় সুযোগ হারিও না' বাক্যে নিম্নরেখ হেলায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে ৭মী
কর্মকারকে ৭মী
করণে ৭মী
অধিকরণে ৭মী
2750. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
কালির দাগ সহজে ওঠে না
বুদ্ধি খাটিয়ে কাজ কর
দুধ থেকে দই হয়
এ বছর খুব বন্যা হয়েছে
2751. করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি সঠিক?
ছাত্ররা বল খেলে
ডাক্তার ডাক
হামিদ বই পড়ে
বৃষ্টি পড়ে
2752. 'ছাত্ররা বল খেলে' বাক্যে নিম্নরেখ বল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
করণে শূন্য
অপাদানে পঞ্চমী
সম্প্রদানে শূন্য
2753. 'নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা।' বাক্যে নিম্নরেখ রাস্তা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
অপাদানে শূন্য
করণে শূন্য
সম্প্রদানে শূন্য
2754. কারক ও বিভক্তি নির্ণয় করুন: 'কাননে কুসুমকলি সকলি ফুটিল'। কুসুমকলি কোন কারক ও বিভক্তি?
কর্তায় শূন্য
করণে দ্বিতীয়া
কর্মে শূন্য
অপাদানে দ্বিতীয়া
2755. 'ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে' 'ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে ৭মী
করণে শূন্য
করণে ৭মী
অধিকরণে শূন্য
2756. 'তিনি চোখে দেখেন না' বাক্যে 'চোখে' কোন কারক?
করণ কারক
সম্প্রদান কারক
অপাদান কারক
অধিকরণ কারক
2757. অল্প শোকে কাতর- বাক্যে নিম্নরেখ শোকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে ২য়া
করণ কারকে ৭মী
অপাদান কারকে ৭মী
অধিকরণ কারকে ৭মী
2758. 'শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে' বাক্যে 'বিদ্যালয়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
অপাদানে শূন্য
কর্মে শূন্য
অধিকরণে শূন্য
2759. 'টাকায় অসাধ্য সাধন হয়' বাক্যে নিম্নরেখ 'টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মকারকে সপ্তমী
করণ কারকে সপ্তমী
অধিকরণ কারকে সপ্তমী
অপাদান কারকে সপ্তমী
2760. 'লাঠির ঘায়ে সাপটি মারা পড়ল।' বাক্যে নিম্নরেখ লাঠির শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে ষষ্ঠী
কর্মকারকে ষষ্ঠী
করণ কারকে ষষ্ঠী
অপাদান কারকে ষষ্ঠী