MCQ
3481. কোনটি শুদ্ধ বানান?
জাজ্বল্যমান
জাজ্বল্যমাণ
জাজ্জল্যমান
জাজ্বল্যমান
3482. কোন বানানটি শুদ্ধ?
অধীণ
অধীন
অধিন
অধিণ
3483. কোন বানানটি শুদ্ধ?
প্রতিযোগিতা
বৈশিষ্ট্যতা
সহযোগীতা
শ্রদ্ধাঞ্জলী
3484. ভুল বানান কোনটি?
সমিতি
প্রতীতি
জামিতি
প্রকৃতি
3485. নিচের কোন বানানটি শুদ্ধ?
শ্রদ্ধঞ্জলি
শ্রদ্ধাঞ্জলি
শ্রদ্ধাঞ্জলী
শ্রদ্ধেয়াঞ্জলী
3486. নিচের কোন বানানটি শুদ্ধ?
শসাংক
শসাঙ্ক
শশাঙ্ক
শষাঙ্ক
3487. কোন বানানটি শুদ্ধ?
সমবিব্যাহারে
সমবিব্যাহারে
সমভিব্যাহারে
সমভিব্যহারে
3488. কোন বানানটি শুদ্ধ?
সুচিস্মিতা
সূচিস্মীতা
সূচীস্মিতা
শুচিস্মিতা
3489. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
উৎকর্ষতা
উৎকর্ষ
উৎকৃষ্ট
উৎকৃষ্টতা
3490. ভুল বানান কোনটি?
সমিতি
প্রকৃতি
জ্যামিতি
প্রতিতি
3491. . 'টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, অর্থই যে সকল অনর্থের মূল তখনও তা জানতাম না' বাক্যটিতে কয়টি বানান ভুল আছে?
২ টি
৩টি
৪টি
১টি
3492. কোন বানানগুচ্ছ শুদ্ধ?
অত্যাধিক, ব্যাতিক্রম
সখ্যতা, মৌন
নাবণ্য, পন্য
ঘনিষ্ঠ, তিরস্কার
3493. শুদ্ধ বানান কোনটি?
দুরবস্থা
দুরাবস্থা
দূরবস্তা
দুরাবস্তা
3494. শুদ্ধ বানানের শব্দ গুচ্ছে-
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
ভবিষ্যত, ভৌগলিক, যক্ষা
3495. কোনটি শুদ্ধ?
উপরেউক্ত
উপরোক্ত
উপর্যুক্ত
উপরুক্ত
3496. নিচের কোনটি শুদ্ধ?
সৌজন্নতা
সৌজন্ন
সৌজন্যতা
সৌজন্য
3497. কোনটি শুদ্ধ বানান?
সমীচীন
সমীচিন
সমিচীন
সমিচিন
3498. 'উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ?
সন্ধিজনিত
প্রত্যয়জনিত
উপসর্গজনিত
বিভক্তিজনিত
3499. অশুদ্ধ বানান কোনটি?
পুণ্য
পুজো
ভুল
মুহূর্ত
3500. কোনটি শুদ্ধ বানান?
উৎশৃঙ্খল
উৎশৃংঙ্খল
উচ্ছৃঙ্খল
উচ্ছৃংঙ্খল