Image
MCQ
361. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
উপর্যুক্ত
মিথষ্ক্রিয়া
ধসপ্রাপ্ত
একত্রিত
362. কোন বাক্যটি শুদ্ধ?
তাহার জীবন সংশয়পূর্ণ
তাহার জীবন সংশয়ময়
তাহার জীবন সংশয়াপূর্ণ
তাহার জীবন সংশয়ভরা
363. 'উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ?
সন্ধিজনিত
উপসর্গজনিত
প্রত্যয়জনিত
বিভক্তিজনিত
364. শুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।
দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
দারিদ্রতাই প্রধান সমস্যা
365. কোন বাক্যটি শুদ্ধ?
তুমি কি ঢাকা যাবে?
তুমি কী ঢাকা যাবে ?
তোমরা কী ঢাকা যাবে ?
তোমরা কী ঢাকায় যাবে?
366. কোনটি শুদ্ধ বাক্য?
দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
367. শুদ্ধ বাক্য কোনটি?
দুর্বলশত অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত: অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
দুর্বলবশত অনাথা বসে পড়ল
368. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন
369. 'পুরস্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার'। বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
দুটোই অশুদ্ধ
দুটোই শুদ্ধ
370. কোন বাক্যটি শুদ্ধ?
৫ জন ছাত্ররা স্কুলে যায়
৫জন ছাত্রগণ স্কুলে যায়
৫জন ছাত্র স্কুলে যায়
371. নিচের যে শব্দটিকে শাব্দিক অপপ্রয়োগ বলে বিবেচনা করা যায়-
হোথায়
অশ্রুজল
অম্বরতল
অন্ধআবেগ
372. নিচের কোন বাক্যটি সঠিক?
আমি এ ঘটনা চাক্ষুস দেখেছি
আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি
আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি
আমি এ ঘটনা স্বচক্ষে দেখিয়াছি
373. কোন বাক্যটি শুদ্ধ?
জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
জ্ঞানি মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
জ্ঞানি মূর্খতা অপেক্ষা শ্রেষ্ঠ
জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
374. 'জনতা' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে-
প্রত্যয়যোগে
সন্ধিযোগে
উপসর্গযোগে
বচনের সাহায্যে
375. 'বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর' বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ট
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
376. কোনটি শুদ্ধ বাক্য?
দুর্বলবশত: অনাথা বসে পড়ল
দুর্বলবশত: অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
দুর্বলতাবতঃ অনাথিনী বসে পড়ল
377. কোন বাক্যটি শুদ্ধ?
সর্বদা পরিষ্কার থাকিবে
সর্বদা পরিষ্কৃত থাকিবে
সর্বদা পরিষ্কারময় থাকিবে
সর্বদা পরিষ্কৃতময় থাকিবে
378. 'জানুয়ারি' বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?
তৎসম
সংস্কৃত
অতৎসম
তদ্ভব
379. কোন বাক্যটি শুদ্ধ?
রহিমা পাগলি হয়ে গেছে
রহিমা পাগল হয়ে গেছে
রহিমা পাগোলী হয়ে গেছে
রহিমা পাগলী হয়ে গেছে
380. কোন বাক্যটি শুদ্ধ?
আমি সন্তোষ হলাম
আমি সন্তুষ্ট হলাম
আমি সন্তোষ্ট হইলাম
আমি সন্তুষ্ঠ হলাম