MCQ
3921. কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য 'ষ' হয় না?
সাৎ
সা
ষ্ণে
ষ্ণিক
3922. কোন বানানটি শুদ্ধ?
কনিষ্ঠ
কণিষ্ঠ
কনিষ্ঠতম
কণিষ্ঠতম
3923. কোন শব্দটি বিসর্গযুক্ত ই-ধ্বনি সন্ধির ফলে মূর্ধন্য-ষ হয়েছে?
পুষ্কক
পরিষ্কার
পুষ্ট
বর্ষীয়সী
3924. শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ কোনটি?
আশির্বাদ
ভবিষ্যৎ
পিপিলীকা
দীর্ঘজীবি
3925. কোনটি শুদ্ধ বানান?
শশিভুসন
শশিভূষণ
শসিভূষন
শশিভুসণ
3926. কোনটি শুদ্ধ বানান?
কৃষিজিবি
কৃষিজীবি
কৃষীজিবি
কৃষিজীবী
3927. কোনটি শুদ্ধ বানান?
দূষণ
দুষণ
দুশন
দূশন
3928. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
কষ্ট
উপনিষৎ
কল্যাণীয়েষু
আষাঢ়
3929. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
সমীচীন
সান্ত্বনা
মুমূর্ষু
ফটোষ্ঠ্যাট
3930. 'পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার'!- বাক্যটি নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
প্রথমটি অশুদ্ধ,
দ্বিতীয়টি শুদ্ধ প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
দুটোই অশুদ্ধ
দুটোই শুদ্ধ
3931. নিচের কোন বানানটি শুদ্ধ?
আশাঢ়
আষাড়
আসাঢ়
আষাঢ়
3932. সঠিক বানান কোনটি?
সুষম
সুসম
সুশম
সূসম
3933. কোনটি শুদ্ধ বানান?
আনুষঙ্গিক
আনুসঙ্গিক
অনুষঙ্গিক
আনুষঙ্গিক
3934. কোন শব্দটির বানান সঠিক?
দোষণীয়
দূষণীয়
দূষনিয়
দোষনীয়
3935. কোন বানানটি সঠিক?
মহর্সি
মহর্ষি
মহর্ষী
মহর্শি
3936. স্বভাবতই মূর্ধন্য 'ষ' হয় এমন উদাহরণ কোনটি?
কৃষক
বর্ষা
ঔষধ
কাষ্ট
3937. নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়েছে?
কৃষ্ণ
কল্যাণীয়েষু
ভাষ্য
অভিষেক
3938. নিচের কোন বানানটি শুদ্ধ?
চক্ষুস্মান
চক্ষুষ্মান
চক্ষুশ্মান
চক্ষুষ্মাণ
3939. কোন বানানটি শুদ্ধ?
পাষাণ
পাষান
পাসান
পাশান
3940. শুদ্ধ বানানটি হচ্ছে-
নিসুতী
নিসুতি
নিষুতী
নিষুতি