Image
MCQ
1. শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?
গননা, গণিকা শোনিত
গনণা, গণিকা, শোনিত
গণনা, গণিকা, শোণিত
গণনা, গনিকা, শোনিত
2. নিচের কোন শব্দে 'ণ' এর ভুল প্রয়োগ রয়েছে?
ক্রন্দণ
চাণক্য
মাণিক্য
গণ
3. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
কর্ণেল
খ্রিষ্টাব্দ
চক্ষুষ্মান
বিপণী
4. নিচের কোন বানানে স্বভাবতই 'মূর্ধন্য' (ণ) হয়?
হরিণ
অর্পণ
কারণ
বাণ
5. ণ-ত্ব বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?
পুরণো
গ্রহণ
নিরূপণ
রূপায়ণ
6. নিচের যে শব্দে ভুলভাবে ণ-ত্ব বিধান প্রয়োগ করা হয়েছে-
বক্ষমাণ
আবর্তণ
প্রণয়
আপণ
7. নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য ণ হয়?
বর্ণনা
হরিণ
শাণিত
বণ্টন
8. কোন বানানটি শুদ্ধ?
সুদণ
শুদন
সূদন
শূদণ
9. ণ-ত্ব বিধি অনুসরণ করে 'ণ' হয়েছে নিচের কোন শব্দে?
কোণ
কৃপণ
লাবণ্য
বাণ
10. নিচের কোন শব্দে ণ-ত্ব বিধান অনুসারে 'ণ' এর ব্যবহার হয়েছে?
নিকুণ
কল্যাণ
লবণ
ব্যাকরণ
11. কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনও 'ণ' হয় না?।
ক-বর্গ
চ-বর্ণ
প-বর্গ
ত-বর্গ
12. নিচের কোন শব্দে 'ণ' এর ভুল প্রয়োগ রয়েছে?
মাণিক্য
ক্রন্দণ
গণ
চাণক্য
13. নিত্য মূর্ধন্য ণ-বাচক শব্দ কোনটি?
তৃণ
গ্রহণ
লবণ
14. 'দুর্নাম' ও 'দুর্নিবার' শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?
সমাসবদ্ধ পদ বলে
তৎসম শব্দ বলে
দেশি শব্দ বলে
বিদেশি শব্দ বলে
15. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না- এর উদাহরণ কোনটি?
অগ্রনায়ক
আপন
রতন
অনুষ্ঠান
16. বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোনটি শুদ্ধ?
গভর্ণর
গভর্নর
গবর্ণর
ত্রিহায়ণ
17. কোন দুটি বর্ণের পর ণ ও য হয়?
ত,থ
ট, ঠ
ঋ, র
ই, উ
18. নিচের কোন শব্দগুচ্ছ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান অনুসারে সঠিক?
ভাষণ, গ্রন্থ, জিনিস
ঘণ্টা, দ্বেষ, ক্রন্দণ
ব্রাহ্মণ, কষ্ট,পোষাক
বর্ননা, সুষমা, লবণ
19. নিচের কোন শব্দে স্বাভাবিকভাবেই মূর্ধন্য-ণ হয়?
ঘণ্টা
গ্রহণ
কাগু
নিপুণ
20. নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য-ণ বসেছে?
বণিক
রোপণ
পরিমাণ
নিপুণ