MCQ
4061. কোনটি 'বাতাস' এর প্রতিশব্দ নয়?
হাওয়া
অর্ণব
পবন
অনিল
4062. 'পুত্র' এর সমার্থক শব্দ কী?
অদ্রি
বামা
আত্মাজ
প্রসূন
4063. নিচের কোনটি 'মেঘ' শব্দের সমার্থক শব্দ?
জলদ
কুরচি
ক্ষণপ্রভা
জলজ
4064. 'বৃক্ষ' শব্দের সমার্থক নয় কোনটি?
মহীরুহ
বিটপী
কানন
তরু
4065. নিচের যে প্রতিশব্দটি বেমানান-
পাদপ
বিটপী
দ্রুম
বিবস্বান
4066. পৃথিবী'র সমার্থক শব্দ কোনটি?
অবনী
ভূধর
অদ্রি
অচল
4067. 'পাখি' এর সমার্থক শব্দ-
বিহগ
বিজরী
বিগ্রহ
বিটপী
4068. 'সমীরণ' শব্দের অর্থ কী?
বাতাস
মৃত্তিকা
অরণ্য
বিদ্যুৎ
4069. 'আপণ' শব্দের অর্থ কী?
অফিস
পরম আত্মীয়
দোকান
নিজ
4070. 'দেহ' শব্দের প্রতিশব্দ কী?
বিভব
মর্দ
তনু
অহ
4071. 'জাহান' শব্দের সমার্থক শব্দ কোনটি?
সূর্য
বিশ্ব
তনয়া
বিশাল
4072. 'মেঘ' এর সঠিক সমার্থক শব্দ নয় কোনটি?
জলদ
অম্বুদ
বারিদ
পাদপ
4073. প্রতিশব্দ নয়-
উদক
জীমূত
বারিদ
বলাহক
4074. 'অটবী' এর সমার্থক শব্দ কোনটি?
কুঞ্জ
অরুণ
নীরদ
তরু
4075. 'নন্দন' শব্দের অর্থ কোনটি?
নীল
নতুন
ছেলে
বাতাস
4076. 'বসুন্ধরা' শব্দের সমার্থক শব্দযুগল-
দুনিয়া, সিতারা
পৃথিবী, যামিনী
পৃথ্বী, তটিনী
বসুমতী, অনন্তা
4077. 'পতাকা' শব্দের সমার্থক কোনটি?
দার
কেতন
রাতুল
অর্ণব
4078. কোন শব্দটি 'নদী' শব্দের প্রতিশব্দ?
তনিমা
নীলিমা
তটিনী
নলিনী
4079. নিচের কোনটি 'নদী' শব্দের সমার্থক শব্দ নয়
স্রোতোবহা
লহরী
শৈবালিনী
তরঙ্গিনী
4080. 'বলাহক' এর সমার্থক শব্দ কোনটি?
জীমূত
দ্বিরদ
মৃগেন্দ্র
রত্নাকর