Image
MCQ
4181. 'পানি'র সমার্থক শব্দ-
উষার
উপল
উদক
উদর
4182. 'নীর' শব্দের অর্থ কী?
লজ্জা
বাসা
পানি
চোখ
4183. নিচের কোনটি অর্থগত দিক থেকে সাদৃশ্যপূর্ণ নয়?
লোচন
কবরী
চিকুর
অলক
4184. 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ঋজু
সোজা
অসংহত
ঢেউ
4185. 'অম্বু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অবনী
গগন
পানি
জলধি
4186. 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ঋজু
সোজা
অসংহত
ঢেউ
4187. কোনটি 'জিজ্ঞাসা'র সমার্থক শব্দ নয়?
জেরা
পুছা
জবাব
শুধানো
4188. 'কন্যা' শব্দের সমার্থক কোনটি?
তনয়া
অবলা
সূত
অনুজা
4189. নিচের কোনটি 'কন্যা' শব্দের সমার্থক?
অবলা
বালা
আত্মজা
ললনা
4190. 'ঢেউ' শব্দের প্রতিশব্দ কোনটি?
বারিধি
অম্বু
বীচি
বারি
4191. 'জল' শব্দের সমার্থক নয় কোনটি?
নীর
উদক
জলধি
সলিল
4192. 'ঊর্মির প্রতিশব্দ-
উগ্র
চন্দ্র
তরঙ্গ
সূর্য
4193. 'সিতকর' শব্দটির অর্থ কী?
সূর্য
চোর
চন্দ্র
সমুদ্র
4194. 'বীচি' শব্দের সমার্থক শব্দ-
আঁটি
তরঙ্গ
নদী
অঙ্কুর
4195. 'অম্বু' শব্দের অর্থ-
পানি
আগুন
চাঁদ
নদী
4196. 'ঢেউ' এর সমার্থক শব্দ নয়-
বীচি
উর্মি
বারিধি
তরঙ্গ
4197. 'উদক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ফলাহার
অন্ন
তণ্ডুল
জল
4198. সমার্থক শব্দগুচ্ছ নির্ণয় করুন-
উর্মি, বীচি, হিল্লোল
অরিক, অদৃষ্ট, কপোল
কজ্জল, অঞ্জল, মালিন্য
পিক, কলকণ্ঠ, পারাবত
4199. . 'নীর' শব্দের সমার্থক শব্দ-
পর্বত
চন্দ্র
বারি
অগ্নি
4200. 'কিরণ' এর সমার্থক নয়-
কর
রশ্মি
প্রভা
রবি