MCQ
4301. Dialect' এর পরিভাষা কোনটি-
দোভাষা
স্থানীয় ভাষা
গ্রাম্য ভাষা
উপভাষা
4302. 'সঠিক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
সরল
বেঠিক
সহজ
সত্য
4303. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের-
অর্থ পরিবর্তিত হয়
অর্থের অবনতি ঘটে
সৌন্দর্য বৃদ্ধি পায়
সৌন্দর্য হ্রাস পায়
4304. 'অশ্রু' শব্দের প্রতিশব্দ-
নীর
বিধু
লোর
সরিৎ
4305. 'Ab initio' এর বাংলা পরিভাষা কী?
অনুপস্থিত
অধিহার
প্রারম্ভেই
মধ্যবর্তী
4306. 'Quack' এর পরিভাষা কোনটি?
ভূমিকম্প
ফাটল
হাতুড়ে
দাপুটে
4307. Plagiarism' এর বাংলা প্রতিশব্দ কোনটি?
বেতনবৃত্তি
প্রতক্ষবৃত্তি
জলৌকাবৃত্তি
কুম্ভিলকবৃত্তি
4308. 'Editor' শব্দটির সঠিক পরিভাষা কোনটি?
সম্পাদকীয়
সম্পাদক
নির্বাচক
সাংবাদিক
4309. কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ?
পাবক
তমসা
ধারাপাত
মনোজ
4310. 'অনুলোপ' এর বিপরীত শব্দ কোনটি?
অভিলোপ
সুলোপ
প্রতিলোপ
বিলোপ
4311. Ameliorate' এর বাংলা পরিভাষা হলো-
অনন্য
উৎকর্ষ সাধন
অভূতপূর্ব
অকুতোভয়
4312. 'তিমির' শব্দের অর্থ কী?
কালো
সন্ধ্যা
কুশ্রী
অন্ধকার
4313. Agora' শব্দের বাংলা পরিভাষা-
পণ্য
পণ্যাগার
মুদি
মুদিখানা
4314. 'বিসর্জন' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
আবাহন
বিসরন
আবির্ভাব
বিমর্শন
4315. Graphic' এর বাংলা পরিভাষা কী?
নকশা
রৈখিক
খসড়া
অঙ্কন
4316. 'Township' এর বাংলা পরিভাষা কী?
শহর
নগরায়ণ
নগরবিদ্যা
উপশহর
4317. Biography' শব্দটির অর্থ কী?
প্রন্থনির্দেশিকা
কড়চা
বিবরণ
আলোচনা
4318. 'জনবিরল' শব্দের বিপরীত শব্দ হলো-
জনাকীর্ণ
জনহীন
নির্জন
জনশূন্য
4319. Attested' শব্দের বাংলা পরিভাষা কী?
প্রত্যায়িত
সত্যায়িত
প্রত্যয়িত
সত্যয়িত
4320. 'অন্ধকার'এর সমার্থক শব্দ নয়
তিমির
অমানিশা
আঁধার
কাজল