Image
MCQ
4541. 'হেড-মৌলভী' কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
ইংরেজী ও ফার্সী
তুর্কী ও আরবী
ইংরেজী ও আরবী
ইংরেজী ও উর্দু
4542. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ-
নেকড়ে অরণ্য
নিষিদ্ধ লোবান
বন্দী শিবির থেকে
প্রিয়যোদ্ধা প্রিয়তম
4543. নিচের কোন গ্রন্থটি উপন্যাস?
সোনার তরী
দোলন চাঁপা
মানসী
শেষের কবিতা
4544. চাবি, জানালা, বালতি- এগুলো কোন ভাষা থেকে এসেছে?
পর্তুগিজ
রুশ
আরবি
চিনা
4545. 'বালতি' শব্দটি
পর্তুগিজ
ফারসি
ইংরেজি
হিন্দী
4547. নিচের কোনটি অশুদ্ধ?
অহিংস-সহিংস
প্রসন্ন-বিষণ্ণ
নিষ্পাপ-পাপী
দোষী-নির্দোষী
4548. বাংলা গদ্যের জনক কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মানিক বন্দোপাধ্যায়
4549. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
বিভক্তি
প্রত্যয়
ধাতু
কোনটিই নয়
4550. 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' উক্তিটি কার?
রবীন্দ্রনাথ ঠাকুর
ডা. লুৎফর রহমান
কাজী আব্দুল ওয়াদুদ
প্রমথ চৌধুরী
4551. বাংলার প্রথম সার্থক মহাকাব্য-
বৃত্রসংহার
মহাশ্মশান
ত্রয়ীকাব্য
মেঘনাবদ কাব্য
4552. 'অপস্রিয়মাণ' শব্দটির বিপরীত কী? সহকারী জজ নিয়োগ পরীক্ষা: ০৮]
উদীয়মান
ক্ষয়মান
বিলীয়মান
বিবর্তমান
4553. 'অহ্ন' শব্দের বিপরীত শব্দ কোনটি? (বিডিবিএল সিনিয়র অফিসার: ১১]
সূর্য
গতি
রাত্রি
অপর
4554. ১+৩+৫+৭ ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত?
n((n+1)
n(n-1)
n²+1
4555. 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ- বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ২১/ পিটিআই এর ইন্সট্রাক্টর: ১৯]
তিক্ত
বিষাক্ত
বিরল
গরল
4556. 'অমরাবতী' এর বিপরীত শব্দ কোনটি? (বাংলাদেশ কৃষি ব্যাংক: ১১]
সুরলোক
অম্বর
দ্যুলোক
গরল
4557. 'একতারা' শব্দটি যে ভাষা থেকে এসেছে?
আরবি
ফারসি
তুর্কি
সংস্কৃতি
4558. 'ভানুসিংহ' কার ছদ্মনাম?
রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
দীনবন্ধু মিত্র
4559. 'অলীক' এর বিপরীতার্থক শব্দ কোনটি? (১৩তম প্রভাষক নিবন্ধন:১৬]
অলৌকিক
লৌকিক
বাস্তব
অবাস্তব
4560. 'ছন্দের জাদুকর' কোন কবি?
সুকুমার রায়
আল মাহমুদ
সত্যেন্দ্রনাথ দত্ত
জসীমউদ্দীন