MCQ
841. 'বইপড়া' (বইকে পড়া) কোন সমাস?
বহুব্রীহি
কর্মধারয়
তৎপুরুষ
অব্যয়ীভাব
842. 'আমি যে গান গাই, তা যৌবনের গান' কোন ধরনের বাক্য?
সরল
খন্ড
জটিল
কোনটিই নয়
843. 'ছেলেটি গরীব কিন্তু মেধাবী'- এটি কোন শ্রেণির বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
ব্যাসবাক্য
যৌগিক বাক্য
844. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
সরল
যৌগিক
জটিল
অধীন
845. সমাসবদ্ধ পদ কোনটি?
আকাশ
ছাড়পত্র
মৃত্তিকা
সাগর
846. তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
নাই সীমা যার অসীম
তেল দিয়ে ভাজা= তেলেভাজা
ঘর ও বাড়ি ঘরবাড়ি
মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র
847. 'মেঘশূন্য' (মেঘ দ্বারা শূন্য) কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
848. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
পদ
শব্দমূল
রূপ
ধ্বনি
849. 'ইত্যাদি' কোন সমাস (ইতি হতে আদি)?
তৎপুরুষ
অব্যয়ীভাব
কর্মধারয়
বহুব্রীহি
850. 'ক্রোধানল' শব্দটি কোন সমাস?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
851. 'সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি কোন দোষে দুষ্ট?
বাহুল্য দোষ
উপমার ভুল প্রয়োগ
গুরুচণ্ডালী দোষ
কোনোটিই নয়
852. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
চন্দ্রমুখ
অরুণরাঙা
ক্রোধানল
বর্ণচোরা
853. 'কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।' বাক্যটি কোন প্রকারে?
সরল
যৌগিক
জটিল
মিশ্র
854. নিচের কোনটি যৌগিক বাক্য?
ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
855. সাহেব, বিবি ও গোলাম কি সমাস?
অলুক দ্বন্দ্ব
মিলনার্থক দ্বন্দ্ব
বিরোধার্থক দ্বন্দ্ব
বহুপদী দ্বন্দ্ব
856. 'মুজিববর্ষ' কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
অব্যয়ীভাব সমাস
857. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
নয়-ছয়
খাসজমি
কনকচাঁপা
ত্রিফলা
858. 'সে যে কোথায় তা আমার জানা নাই' কোন ধরনের বাক্য?
জটিল
যৌগিক
সরল
খণ্ড বাক্য
859. পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে-
বহুব্রীহি সমাস
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
860. 'তেলেভাজা' কোন সমাস?
বহুব্রীহি
দ্বন্দ্ব
কর্মধারয়
তৎপুরুষ