MCQ
101. 'পাইবার ইচ্ছা' এক কথায়-
লিপ্সা
ইপ্সা
ক্ষুধা
প্রার্থনা
102. কোনটি শুদ্ধ নয়?
যন্ত্রনা
শূদ্র
সহযািেগতা
স্বতঃস্ফূর্ত
103. 'কর্মে অতিশয় তৎপর' এক কথায় কী হবে?
ত্বরিৎকর্মা
কর্মপটু
কর্মবীর
কর্মনিষ্ঠ
104. 'পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভদিন' এর বাক্য সংকোচন হচ্ছে-
পুন্নাহ
পুন্ম্যাহ
পুন্যাহ
পুণ্যাহ
105. 'পান করার যোগ্য'- এক কথায় কী হবে?
পানীয়
পিপাসা
তৃষ্ণা
পেয়
106. নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত-
মেজবান
অনিমন্ত্রিত
অনাহুত
কোনোটিই নয়
107. 'কূলের সমীপে' এর সংক্ষেপ কি?
অনুকূল
প্রতিকূল
উপকূল
সমকূল
108. 'দিবসের শেষ ভাগ'- এটির সংক্ষেপণ কী হবে?
পূর্বাহ্ন
মধ্যাহ্ন
সায়াহ্ন
অপরাহ্ণ
109. এক কথায় প্রকাশ কর- 'কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে'
স্বার্থপর
অকৃতজ্ঞ
আত্মনিষ্ঠ
কোনোটিই নয়
110. secA + tanA = 5/2 হলে, secAtanA = ?
1/2
1/5
2/5
5/2
111. এক কথায় প্রকাশ করুন: 'যা আগে জানা যায়নি'
অশ্রুতপূর্ব
ভূতপূর্ব
অজানা
অভূতপূর্ব
112. 'সব্যসাচী' অর্থ-
যার দেহে শক্তি বেশী
যার বামহাতে শীক্ত বেশী
যার দুই হাত সমানে চলে
যে শর নিক্ষেপে পারদর্শী
113. 'যা কখনো নষ্ট হয় না।'-
অনিষ্ট
অবিনশ্বর
অবনিষ্ট
নশ্বর
114. অনুসন্ধান করার ইচ্ছাকে কী বলে?
অনুচিকির্যা
অনুসন্ধিৎসা
প্রতিচিকির্ষা
অনুচ্চার্য
115. 'উপকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী? [
উপকারিচ্ছ
উপকারী
সাহায্যকারী
উপচিকীর্ষা
116. Giving someone the cold shoulder" means-
To torture somebody
To harm somebody
To Appreciate somebody
To ignore somebody
117. 'পাটের ব্যবসায়ী' এক কথায় প্রকাশ কি হবে?
প্যাটাল
পাটেশ্বরী
পাটোয়ারী
বারুই
118. 'ক্ষমার অযোগ্য' এর বাক্য সংকোচন-
ক্ষমার্য
ক্ষমাপ্রার্থী
ক্ষমার্হ
ক্ষমাপ্রদ
119. 'বীণার ঝঙ্কার' এর এক কথায় প্রকাশ কোনটি?
শিল্পন
অস্তিন
নিক্বণ
কৃত্তি
120. 'রাতের মধ্যভাগ' এক কথায় প্রকাশ কি হবে?
মধ্যরাত্রি
মধ্যাহ্ন
মহানিশা
অনামাশী