EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
161. 'যে পুরুষ বিয়ে করেছে'- এর এক কথায় প্রকাশ কি?
অকৃতদার
অনূঢ়া
কৃতদার
কুম্ভীলক
162. 'বিনা যত্নে উৎপন্ন হয় যা'-এর বাক্য সংকোচন কী?
অযত্নলব্ধ
অনায়াসলব্ধ
অযত্নসম্ভূত
অযত্নজাত
163. 'যা জল দেয়'- এর এক কথায় প্রকাশ কি?
পাটোয়ারী
জলদ
জলাধার
জলধি
164. 'যা ভাষায় প্রকাশ করা যায় না' তাকে এক কথায় বলে-
অনির্বাণ
অনির্দেশ্য
অনির্বচনীয়
অনির্ণেয়
165. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
বেতসবৃত্তি
পতঙ্গবৃত্তি
জলৌকাবৃত্তি
কুম্বিলকবৃত্তি
166. 'গবাদি পশুর পাল' এর সংক্ষেপ হলো-
বাথান
গোশালা
কস্তা
পশুপাল
167. যা স্থায়ী নয়-
নশ্বর
অস্থায়ী
ক্ষণস্থায়ী
ক্ষণিক
168. 'জিজীবিষা' শব্দটির অর্থ কী?
জীবননাশের ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
জীবনকে জানার ইচ্ছা
জীবন-জীবিকার পথ
169. 'যা উচ্চারণ করা যায় না' এর এক কথায় প্রকাশ কী হবে?
দুরুচ্চার্য
দুরপনেয়
অবরোদ্ধ
অনুচ্চার্য
170. 'যার শুভক্ষণে জন্ম'- এক কথায় প্রকাশ হবে-
শুভজন্মা
ক্ষণজন্মা
শুভার্থী
জন্মশুভ
171. ইতিহাস রচনা করেন যিনি-
ঐতিহাসিকতা
ইতিহাস লেখক
ঐতিহাসিক
ইতিহাসবেত্তা
172. যার জিহ্বা লকলক করে- এক কথায় কী বলে?
লেহ্য
লিপ্সা
লেলিহান
যুযুৎসু
173. জন্মহীন-মৃত্যুহীন-
আমৃত্যু
অজ
অজেয়
অয
174. 'বহু দেখেছে যে' এক কথায় কী হবে?
দূরদর্শী
সমদর্শী
দার্শনিক
ভূয়োদর্শী
175. 'বীর সন্তান প্রসব করে যে নারী'- এক কথায় তাকে কী বলে?
বীরপুত্র
রত্নগর্ভা
স্বর্ণমাতা
বীরপ্রসূ
176. 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
177. 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ' এক কথায় কি হবে?
দুর্গম
অরণ্য জনপদ
বিপদসংকুল
শ্বাপদসংকুল
178. 'দুইয়ের মধ্যে একটি' এর এক কথায় প্রকাশ কি হবে?
অন্যতর
অন্যতম
দৌবারিক
কোনটিই নয়
179. 'যার অন্য উপায় নেই'- এক কথায় বলে-
নিরুপায়
অনন্যোপায়
অসহায়
সর্বহারা
180. কষ্টে লাভ হয় যা-
দুর্লভ
সুলভ
দুর্লভ্য
দূর্লভ