Image
MCQ
1961. মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী?
চণ্ডীমঙ্গল
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
ধর্মমঙ্গল
1962. 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়' বিখ্যাত এই ভাবদ্যোতক প্রবচন এর কবি কে?
বিজয় গুপ্ত
দ্বিজ বংশীদাস
ভারতচন্দ্র রায়গুণাকর
বিপ্রদাস পিপিলাই
1963. দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান-
নোয়াখালী
আরাকান
চট্টগ্রাম
ফরিদপুর
1964. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
মনসামঙ্গল
মনসাবিজয়
পদ্মপুরাণ
পদ্মাবতী
1965. 'মর্সিয়া' শব্দের অর্থ কী?
শোক বা আহাজারি
দুঃখ
বেদনামিশ্রিত কাব্য
শোককাব্য
1966. 'ভাঁড়ুদত্ত' চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে?
অন্নদামঙ্গল কাব্য
মনসামঙ্গল কাব্য
চণ্ডীমঙ্গল কাব্য
ধর্মমঙ্গল কাব্য
1967. 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।'- এই মনোবাঞ্ছাটি কার?
ভবানন্দের
ঈশ্বরী পাটুনীর
ভাঁড়ুদত্তের
ফুল্লরার
1968. 'ফুল্লরার বারমাস্যা' কোন মঙ্গলকাব্যের অন্তর্গত?
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
চণ্ডীমঙ্গল
ধর্মমঙ্গল
1969. 'নবীবংশ' পুস্তকটি কে রচনা করেছেন?
গোলাম মোস্তফা
মীর মশাররফ
হোসেন হাজী মোহাম্মিল
সৈয়দ সুলতান
1970. বারমাস্যা কাকে বলে?
বারমাসের চাষাবাদের বিবরণ
নায়ক-নায়িকার প্রেমের ধারাবাহিক বিন্যাস
দেবদেবীর পূজা প্রচারের কাহিনী
নায়িকার বারমাসের সুখ-দুঃখের বর্ণনা
1971. 'চণ্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চণ্ডী' কার স্ত্রী?
জগন্নাথ
প্রজাপতি
বিষ্ণু
শিব
1972. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- বাংলার সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে?
মনসামঙ্গল কাব্য
অন্নদামঙ্গল
পদ্মাবতী
লায়লী-মজনু
1973. 'মানসিংহ ভবানন্দ উপাখ্যান' কার রচনা?
কানাহরি দত্ত
মুকুন্দরাম
বিজয় গুপ্ত
ভারতচন্দ্র
1974. 'চৈতন্যমঙ্গল' এর রচয়িতা-
রবিদাস
গুপিদাস
প্রেমদাস
লোচনদাস
1975. 'মঙ্গলকাব্য'-এ ধর্মীয় আরাধনা মুখ্য হলেও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হলো-
ব্যক্তির মুক্তি
সামাজিক মিথষ্ক্রিয়া
শ্রেণিদ্বন্দ্ব
অন্ত্যেবাসী মানুষ
1976. 'মর্সিয়া' শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
উর্দু
আরবি
ফারসি
তুর্কি
1977. কোনটি শোকগীতি বা বিলাপ সংগীত?
সারিগান
মর্সিয়া
ভাটিয়ালী
হামদ
1978. 'মর্সিয়া' কী?
আনন্দগীতি
চমাকগীতি
শোকগীতি
পল্লীগীতি
1979. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া-
মুকুন্দরাম চক্রবর্তী
মদনমোহন তর্কালঙ্কার
ভারতচন্দ্র রায়গুণাকর
কামিনী রায়
1980. 'বড়র পিরীতি বালির বাঁধ। ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ'- চরণ দুটি কার রচনা?
আলাওল
ভারতচন্দ্র রায়গুণাকর
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ ফজলল করিম