Image
MCQ
1901. 'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?
সঞ্জয়
শ্রীকর নন্দী
কবীন্দ্র পরমেশ্বর
কাশীরাম দাস
1902. রামায়ণ' রচয়িতার নাম কী?
বাল্মীকি
চণ্ডীদাস
ভিয়াস
এদের কেউ নন
1903. 'মহাভারত' এর রচয়িতা কে?
মনু
শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস
ভদ্রবাহু
বাল্মীকি
1904. কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক?
মহাভারত
রামায়ণ
বেদ
গীতা
1905. . খনার বচনে প্রাধান্য পেয়েছে-
শিল্প
কৃষি
সাহিত্য
বিজ্ঞান
1906. 'মহাভারত' এর শ্রেষ্ঠ অনুবাদক কে?
কবীন্দ্র পরমেশ্বর
শ্রীকর নন্দী
কাশীরাম দাস
সঞ্জয়
1907. 'হা-ভাতে' কোন সমাস?
প্রাদি
অব্যয়ীভাব
বহুউপপদ তৎপুরুষব্রীহি
1908. বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়?
প্রাচীন যুগ
মধ্যযুগ
অন্তমধ্য যুগ
আধুনিক যুগ
1909. মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের উল্লেখযোগ্য অবদান কোনটি?
নাথ সাহিত্য
রোমান্টিক প্রণয়োপাখ্যান
জীবনীকাব্য
মঙ্গলকাব্য
1910. 'হা-ভাতে' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
হা ও ভাত
ভাতের অভাব
হাতে ভাতা
যেই হা সেই ভাত
1911. কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন?
কৃত্তিবাস বাঙলা রামায়ণ লিখেছেন
কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন
কীর্তিবাস বাংলা রামায়ন লিখিয়াছেন
কীর্তিবাস বাঙলা রামায়ন লিখিয়াছেন
1912. বাংলা ভাষায় প্রথম কে রামায়ণ রচনা করেন?
জয়দেব
ভুসুকুপা
হরপ্রসাদ শাস্ত্রী
কৃত্তিবাস ওঝা
1913. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
পদ্মাবতী
চন্দ্রাবতী
ইউসুফ জোলেখা
লায়লী-মজনু
1914. হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে?
নাথ সাহিত্য
প্রণয়োপাখ্যান
পদাবলি
মঙ্গলকাব্য
1915. নিচের কোন সাহিত্যে প্রাচীন হিন্দু ও আগত মুসলিম সংস্কৃতির চমৎকার মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায়?
মার্সিয়া সাহিত্য
মৈমনসিংহ গীতিকা
শায়ের
নাথসাহিত্য
1916. কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কী?
আদি মহাভারত
পরাগলী মহাভারত
মহাভারত
মহান মহাভারত
1917. 'রামায়ণ' রচিত হয়-
হিন্দি ভাষায়
উর্দু ভাষায়
সংস্কৃত ভাষায়
বাংলা ভাষায়
1918. 'মৈয়মনসিংহ গীতিকা' গ্রন্থটি সংকলন করেন কে?
প্রফুল্লচন্দ্র সেন
দীনেশচন্দ্র সেন
হীরালাল সেন
অমর্ত্য সেন
1919. মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন?
মহাভারত
ভাগবত
গীতা
রামায়ণ
1920. রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কী?
চন্দ্রকলাবতী
পদ্মাবতী
চন্দ্রাবতী
কামিনী রায়