Image
MCQ
381. বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?
শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
বড়ু চণ্ডীদাসের জন্মস্থান
চর্যাপদের প্রাপ্তিস্থান
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান
382. 'যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।' কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?
নূরনামা
নসিহতনামা
মধুমালতী
ইউসুফ-জুলেখা
383. চণ্ডীচরণ মুন্সী কে?
শ্রীরামপুর মিশনের লিপিকার
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক
384. নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?
শুদ্ধাচার
মানবিকতা
মূল্যবোধ
সফলতা
385. একটি ট্রেন সেকেন্ডে চলে ২০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৩ সেকেন্ডে কত ফুট চলবে?
১০০ ফুট
৩০০ ফুট
১১০ ফুট
কোনোটিই নয়
386. মূল্যবোধের উৎস কোনটি?
ধর্ম
সমাজ
নৈতিক চেতনা
রাষ্ট্র
387. 'জ্ঞান হয় পুণ্য'- এই উক্তিটি কার?
থেলিস
সক্রেটিস
এরিস্টটল
প্লেটো
388. 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা-
রামমোহন রায়
অক্ষয়কুমার দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রাধানাথ শিকদার
389. যাদের বুদ্ধাঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়-
অতিশয় প্রতিভাশালী
সাধারণ
মানসিক প্রতিবন্ধী
প্রতিভাশালী
390. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-
দ্বারকানাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ ঠাকুর
রথীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
391. 'সুশাসন' প্রত্যয়টির উদ্ভাবক কে?
ইউরোপীয় ইউনিয়ন
বিশ্বব্যাংক
আইএলও
জাতিসংঘ
392. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?
কমলাকান্ত
লোকরহস্য
মুচিরাম গুড়ের জীবনচরিত
যুগলাঙ্গুরীয়
393. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে?
সামাজিক দিক
অর্থনৈতিক দিক
মূল্যবোধের দিক
গণতান্ত্রিক দিক
394. 'শর্তহীন আদেশ' ধারণাটির প্রবর্তক কে?
এরিস্টটল
হার্বার্ট স্পেন্সার
বার্ট্রান্ড রাসেল
ইমানুয়েল কান্ট
395. ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?
নৈতিক
অর্থনৈতিক
রাজনৈতিক
সামাজিক
396. সুশাসনের পূর্বশর্ত কী?
নিরপেক্ষ আইন ব্যবস্থা
নিরপেক্ষ বিচার ব্যবস্থা
প্রশাসনের নিরপেক্ষতা
মত প্রকাশের স্বাধীনতা
397. আলাওল কোন শতাব্দীর কবি?
পঞ্চদশ
ষোড়শ
সপ্তদশ
অষ্টাদশ
398. RESENT, RESERVE-এই শব্দগুলো কী?
তীব্র বিরক্তি অনুভব
প্রকাশ
বিপরীতধর্মী অর্থ
কোনোটিই নয়
399. 'Utilitarianism' গ্রন্থের লেখক কে?
জন স্টুয়ার্ট মিল
বাট্রান্ড রাসেল
ইমানুয়েল কান্ট
জেরেমি বেন্থাম
400. কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?
রবীন্দ্র সংগীত
নজরুল সংগীত
ভাটিয়ালি গান
বাউল গান