Image
MCQ
441. 'বিষাদসিন্ধু' কোন সমাস?
দ্বিগু
রূপক কর্মধারয়
দ্বন্দ্ব
তৎপুরুষ
442. 'হেম' শব্দের অর্থ-
সুধাকর
মুক্তা
রত্ন
স্বর্ণ
443. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
মৃত্যুক্ষুধা
লালসালু
আরেক ফাল্গুন
ঘর মন জানালা
444. 'অভিরাম' শব্দের অর্থ কি?
বিরামহীন
চলমানতা
বালিশ
সুন্দর
445. নিচের কোন শব্দটি তদ্ধিত প্রত্যয়েত উদাহরণ?
দাপট
পেঁটরা
যাচাই
মিতালি
446. 'ক্ষ' যুক্তবর্ণে যে দুটো বর্ণ মেলে, তারা হলো-
ক+স
খ+ঞ
ক+ষ
খ+খ
447. 'প্রচ্ছদ' শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হলো-
প্র+ছদ
প্রৎ + ছদ
প্রচ্ছ+ দ
প্রচ্ছদ + অ
448. নিচের কোন শব্দটি আরবি শব্দ নয়?
ইনসান
ইবাদত
মর্জি
আসরফি
449. রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো-
ভাষা আন্দোলন
স্বৈরাচার বিরোধী আন্দোলন
মুক্তিযুদ্ধ
ছাত্র আন্দোলন
450. 'তদ্ভদ' শব্দের অর্থ হলো:
সংস্কৃতের সমান
সংস্কৃত নয়
সংস্কৃত থেকে উদ্ভূত
বিদেশি শব্দ
451. উপসর্গযোগে পঠিত শব্দ হলো-
নবান্ন
আকাল
পঞ্চনদ
ঢাকাই
452. 'কিন্ডারগার্টেন' শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?
জাপানি
স্প্যানিশ
জার্মান
আইরিশ
453. সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অম্যাবস্যা' উপন্যাসের নায়ক-
মুহাম্মদ মুস্তফা
আরেফ আলী
মজিদ
কাদের
454. কোনটি শুদ্ধ বানান?
ব্যকুল
ব্যাকুল
ব্যাকূল
ব্যকূল
455. 'স্বাগত' এর সন্ধি বিচ্ছেদ কি?
সু + আগত
স্বা+ গত
সু + গত
স্বাগত
456. 'ওদিকে আর যাব না' এ বাক্যে 'আর' শব্দটি ব্যবহৃত হয়েছে-
নির্দেশ অর্থে
পুনরাবৃত্তি অর্থে
স্বীকৃতিজ্ঞাপন অর্থে
বিস্ময় প্রকাশে
457. 'বীরাঙ্গনা কাব্য' কোন জাতীয় কাব্য?
মহাকাব্য
গীতিকাব্য
পত্রকাব্য
মঙ্গলকাব্য
458. নিচের কোনটি নাটক?
গড্ডলিকা
রক্তকরবী
সিন্ধু হিন্দোল
কালান্তর
459. 'নীড়সন্ধানী' কার রচিত উপন্যাস?
রাজিয়া খান
আনোয়ার পাশা
হাসান আজিজুর হক
শওকত আলী
460. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ঝরা পালক
মহাপৃথিবী
সাতটি তারার তিমির
নিজ বাসভূমে