Image
MCQ
1. ক্লোরোফিলে কোন মৌলটির উপস্থিতি বিদ্যমান?
K
Ca
Mg
Na
2. নিম্নের কোন যৌগটি ক্ষারধর্ম প্রদশন করে?
Ba(OH)2
Al(OH)3
C2H5OH
C6H5OH
3. কোন যৌগটিতে কেবলমাত্র সিগমা বন্ধন রয়েছে?
CH4
C2H4
C2H2
C6H6
4. কোন রস শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে?
টায়ালিন
পেপসিন
গ্যাস্টিক রস
অগ্ন্যাশয় রস
5. স্টার্চের মূল উপাদান কোনটি?
সেলুলোজ
গ্লুকোজ
ফ্রুক্টোজ
ল্যাকটোজ
6. কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি?
Li
B
C
Ne
7. আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে-
পার্বত্য চট্টগ্রাম
ঢাকা
ময়মনসিংহ
সিলেট
8. কোনটি নোবেল গ্যাস নয়?
আর্গন
হিলিয়াম
ওজন
নিয়ন
9. . PET বোতল তৈরির একটি উপাদান হলো-
থেলিক এসিড
টেরিথেলিক এসিড
বেনজোয়িক এসিড
অ্যাসোটিক এসিড
10. কোনটি মিশ্র পদার্থ বলা হয়?
লবণ
পানি
কার্বনডাই-অক্সাইড
বায়ু
11. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
Vit-C
Vit-D
Vit-B
Vit-K
12. দুগ্ধ চিনি কোনটি?
গ্লুকোজ
সুক্রোজ
ল্যাকটোজ
ম্যালটোজ
13. 1 মোলার 1 লিটার NaOH দ্রবণ তৈরিতে 40 গ্রাম দ্রব প্রয়োজন। একই দ্রবের একই পরিমাণ 0.01 মোলার দ্রবণ তৈরিতে কত গ্রাম দ্রব প্রয়োজন?
0.4 g
4 g
0.8 g
10 g
14. রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা নষ্ট করে-
CO
CO2
CH4
CI2
15. নিচের কোন গ্যাসটি গ্রীন হাউজ গ্যাস নয়?
কার্বন ডাই অক্সাইড
নাইট্রাস অক্সাইড
কার্বন ডাই-সালফাইড
জলীয় বাষ্প
16. দুবার নোবেল পুরস্কার অর্জনকারী বিজ্ঞানী হলেন-
পিয়ারে কুরি
মাদাম কুরি
লুইপান্তর
রোনাল্ড রস
18. একটি গতিশীল বস্তুর বেগ 2ms' এবং গতিশক্তি 1J হলে বস্তুটির ভর হবে-
0.5 kg
1 kg
1.5 kg
2 kg
19. জীবকোষে কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?
রাইবোজোম
নিউক্লিয়াস
মাইট্রোকন্ড্রিয়া
ক্রোমোজোম
20. ক্লোরাইড আয়ন সনাক্ত করতে যে দ্রবণ ব্যবহৃত হয়?
জলীয় AgNO3
অ্যালকোহলীয় KOH
জলীয় BaCI₂
জলীয় NaCI