EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. ক্লোরাইড আয়ন সনাক্ত করতে যে দ্রবণ ব্যবহৃত হয়?
জলীয় AgNO3
অ্যালকোহলীয় KOH
জলীয় BaCI₂
জলীয় NaCI
2. স্টার্চের মূল উপাদান কোনটি?
সেলুলোজ
গ্লুকোজ
ফ্রুক্টোজ
ল্যাকটোজ
3. কোনটি নোবেল গ্যাস নয়?
আর্গন
হিলিয়াম
ওজন
নিয়ন
4. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
Vit-C
Vit-D
Vit-B
Vit-K
5. একটি গতিশীল বস্তুর বেগ 2ms' এবং গতিশক্তি 1J হলে বস্তুটির ভর হবে-
0.5 kg
1 kg
1.5 kg
2 kg
6. দুগ্ধ চিনি কোনটি?
গ্লুকোজ
সুক্রোজ
ল্যাকটোজ
ম্যালটোজ
7. ক্লোরোফিলে কোন মৌলটির উপস্থিতি বিদ্যমান?
K
Ca
Mg
Na
8. নিচের কোন গ্যাসটি গ্রীন হাউজ গ্যাস নয়?
কার্বন ডাই অক্সাইড
নাইট্রাস অক্সাইড
কার্বন ডাই-সালফাইড
জলীয় বাষ্প
ব্যাখ্যা: যেসব গ্যাস ভূপৃষ্ঠের বিকিরিত ওজ রশ্মিকে শোষণ করে বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে, তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলে। কার্বন-ডাই- অক্সাইড গ্যাসকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয়। এছাড়া জলীয় বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড, ফ্রিয়ন বা ক্লোরোফ্লোরো কার্বন ও ওজোন গ্যাস গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে থাকে। শেষের চারটি গ্যাসের ঘনত্ব বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তুলনায় অনেক কম হলেও এদের IR রশ্মি শোষণ ও বিকিরণ ক্ষমতা কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের তুলনায় অনেক বেশি। তাই গ্লোবাল ওয়ার্মিং এ এদের ভূমিকা উল্লেখযোগ্য।
9. জীবকোষে কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?
রাইবোজোম
নিউক্লিয়াস
মাইট্রোকন্ড্রিয়া
ক্রোমোজোম
10. কোন যৌগটিতে কেবলমাত্র সিগমা বন্ধন রয়েছে?
CH4
C2H4
C2H2
C6H6
11. রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা নষ্ট করে-
CO
CO2
CH4
CI2
12. কোন রস শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে?
টায়ালিন
পেপসিন
গ্যাস্টিক রস
অগ্ন্যাশয় রস
13. আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে-
পার্বত্য চট্টগ্রাম
ঢাকা
ময়মনসিংহ
সিলেট
15. দুবার নোবেল পুরস্কার অর্জনকারী বিজ্ঞানী হলেন-
পিয়ারে কুরি
মাদাম কুরি
লুইপান্তর
রোনাল্ড রস
ব্যাখ্যা: ইতিহাসে প্রথমবারের মতো দুবার নোবেলে ভূষিত হন পোলিশ বিজ্ঞানী মেরি স্ক্লোদোস্কা কুরি। পদার্থবিজ্ঞান ও রসায়নে তিনি এ পুরস্কার পান। মেরি কুরির এই অর্জনের কথা কমবেশি সবাই জানেন।
16. নিম্নের কোন যৌগটি ক্ষারধর্ম প্রদশন করে?
Ba(OH)2
Al(OH)3
C2H5OH
C6H5OH
17. কোনটি মিশ্র পদার্থ বলা হয়?
লবণ
পানি
কার্বনডাই-অক্সাইড
বায়ু
18. কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি?
Li
B
C
Ne
19. 1 মোলার 1 লিটার NaOH দ্রবণ তৈরিতে 40 গ্রাম দ্রব প্রয়োজন। একই দ্রবের একই পরিমাণ 0.01 মোলার দ্রবণ তৈরিতে কত গ্রাম দ্রব প্রয়োজন?
0.4 g
4 g
0.8 g
10 g
20. . PET বোতল তৈরির একটি উপাদান হলো-
থেলিক এসিড
টেরিথেলিক এসিড
বেনজোয়িক এসিড
অ্যাসোটিক এসিড