Image
MCQ
1481. ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ান কে?
ভারত
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
ইংল্যান্ড
1482. কোনটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা?
রামসাগর
সোনার গাঁ
আড়িয়াল বিল
টাঙ্গুয়ার হাওর
1483. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাজউদ্দীন আহমদ
সৈয়দ নজরুল ইসলাম
এম মনসুর আলী
1484. বর্তমান অর্থবছরে সরকার প্রবৃদ্ধির হার কত হবে বলে অনুমান করছে?
৬%
৭%
৮%
৯%
1485. কিউবার রাজধানীর নাম কী?
সান্টিয়াগো
হাভানা
কারাকাস
মানামা
1486. লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
প্যারিস
লন্ডন
ওয়াশিংটন
হেগ
1487. কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
ইতালি
জার্মানি
জাপান
ফ্রান্স
1488. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
সিলেট
পঞ্চগড়
মৌলভীবাজার
কক্সবাজার
1490. উলানবাটোর কোন দেশের রাজধানী?
ইন্দোনেশিয়া
ফিলিপাইন
আজারবাইজান
মঙ্গোলিয়া
1491. মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ নিয়েছিলেন?
১০ এপ্রিল, ১৯৭১
২৭ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭২
1492. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
ভোলা
মহেশখালী
সোনাদিয়া
কুতুবদিয়া
1494. আরব বসন্তের উত্থান কোন দেশ হতে হয়েছিল?
মিসর
লিবিয়া
ইরাক
তিউনিসিয়া
1495. পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
কাতার
দক্ষিণ কোরিয়া
জাপান
রাশিয়া
1497. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীটির নাম কী?
বোরাক নদী
জাদুকাটা নদী
হালদা নদী
নাফ নদী
1498. প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হয়ে কয়টি রাষ্ট্র হয়েছে?
১৫টি
১৬টি
১৭টি
১৮টি
1500. Fill in the blank with the correct quantifier. I still have - money in my pocket. many a little few a few
many
a little
few
a few