MCQ
1121. ASTM E11 No.16 সিভের ওপেনিং সাইজ কত মিমি?
1.18 mm
1.40 mm
2.36 mm
1.70mm
1122. নিচের কোনটি রূপান্তরিত শিলা?
ট্রাপ
প্লেট
গ্রানাইট
কোনটি নয়
1123. ভাল পাথর আর্দ্রতা যুক্ত করার জন্য নির্মাণের কাজের কত মাস আগে খোলা বাতাসে রাখতে হয়?
৩ থেকে ৬ মাস
৬ থেকে ৯ মাস
৫ থেকে ১২ মাস
৫ থেকে ৮ মাস
1124. উত্তম ইট প্রতি বর্গমিটার কত টনি চাপে ভাঙ্গে?
৪০০ থেকে ৭০০ টন
৫০০ থেকে ৭০০ টন
৪৫০ থেকে ৭৫০ টন
কোনটি নয়
1125. নিচের কোনটি কৃত্রিম পাথর?
মোজাইক পাথর
বেলে পাথর
শেল পাথর
নিস পাথর
1126. Slump টেস্টে ব্যবহৃত রডের ব্যাস কত ইঞ্চি?
3/8 in
1/8 in
5/8 in
কোনটিই নয়
1127. The area is measured correct to the nearest
0.01 sqm
0.02 sqm
0.03 sqm
0.04 sqm
1128. To what category do the gravel and sand belongs. (নুড়ি এবং বালি কোন শ্রেণীর )?
Cohesionless soil
Marine soil
Cohesive soil.
Expensive soil
ব্যাখ্যা: Explained: পানির উপস্থিতিতে নম্যতা প্রাপ্ত হয় না। যেমন:-নুড়ি এবং
বালি। সহজে বোঝার উপায় এদের আন্ত:আনবিক আকর্ষণ নেই বললেই চলে। সমুদ্র বা সাগরের তলদেশে জমা হওয়া মাটিকে সামুদ্রিক মৃত্তিকা (marine soil) বলা হয়। Expensive soil এমন মাটি বা পানির সংস্পর্শে প্রসারিত হয় এবং শুকিয়ে গেলে সঙ্কুচিত হয়। মাটির আয়তনের এই ক্রমাগত পরিবর্তনের ফলে এই মাটিতে নির্মিত কাঠামো অসমভাবে সরে যেতে পারে এবং ফাটল দেখা দিতে পারে। যেমন। এটেল মাটি।
1129. Manufacture of fire bricks কত প্রকার?
৩ প্রকার
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1130. পাথরের পরীক্ষণ পদ্ধতিতে কয় ভাগের ভাগ করা যায়?
২
১
৩
৪
1131. তারাজু কাজে কত মিলিমিটার আকারের মার্কেল পাথর ব্যবহার করা হয়?
৪ থেকে ৭ মি.মি.
৫ থেকে ১০ মি.মি.
৩ থেকে ৬ মি.মি.
কোনটি নয়
1132. সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা কত?
২১০০০°c
১৯০০° c
২৭০০°c
২০০০°c
1133. The trap which is provided to disconnect the house drain from the street sewer is called
Master trap
Intercepting trap
Interception manhole
All the above
1134. The measurement is not made in square metres in case of
D.P.C. (Damp proof course)
Form works
Concrete Jeffries
R.C. Chhajja
1135. একটি উত্তম ইট ২৪ ঘন্টা পানিতে ভিজালে তার ওজনের কত অংশ পানি শোষণ করবে?
১/৬ অংশ
১/৭ অংশ
১/৩ অংশ
১/৪ অংশ
1136. The value of 'A' of Indian type W.C. shown in the given figure is:
25 cm
30 cm
40 cm
45 cm
1137. বাংলাদেশে প্রচলিত ইটের ওজন কত?
২.৭০ কেজি
৪.৭৫ কেজি
২.৭৫ কেজি
৪.৭৫ কেজি
1138. মার্কেল কোন শ্রেণির পাথর?
আগ্নেয় শিলা
রূপান্তরিত শিলা
কঠিন শিলা
পাললিক শিলা
1139. তারাজু ও মোজাইকের মেঝে শক্ত হওয়ার পর কি পাথর দিয়ে মেঝে ঘষে পালিশ করা হয়?
মার্বেল পাথর দিয়ে
গ্রানাইট পাথর দিয়ে
চুনাপাথর দিয়ে
শানপাথর দিয়ে
1140. তারাজু কাজে রঙিন সিমেন্ট মর্টারের অনুপাত কত?
১:৩
১:১/২
১:৪
১:২