2050. Theodolite-এর line of collimation হচ্ছে- [R&H-01]
Objective-এর optical centre এবং eyepiece-এর centre দিয়ে গমনকারী line
Diaphragm-এর cross hairs-এর ছেদবিন্দু এবং objective-এর optical centre দিয়ে গমনকারী line
Diaphragm-এর cross hairs-এর ছেদবিন্দু এবং eyepiece-এর মধ্যবিন্দু দিয়ে গমনকারী line
ব্যাখ্যা: কলিমেশন রেখা থিওডোলাইটের একটি মৌলিক রেখা। থিওডোলাইটের কলিমেশন রেখা ডায়াফ্রামের ক্রস হেয়ার এর ছেদবিন্দু এবং অবজেক্টিভ-এর অপটিক্যাল অক্ষ দিয়ে গমন করে। থিওডোলাইটে কলিমেশন রেখার সমন্বয়ন করতে হয়, যাতে ক্রস হেয়ারের ছেদবিন্দু অপটিক্যাল অক্ষে অবস্থান করে।