Image
MCQ
2021. যখন উভয় স্টেশন পরিদৃশ্য হয়, তখন শিকল রেখা পঙক্তিকরণে ব্যবহৃত হয়-
প্রত্যক্ষ পদ্ধতি
পরোক্ষ পদ্ধতি
ধাপ পদ্ধতি
কোনোটিই নয়
2022. ঢালু ভূমিতে শিকল রেখা পঙক্তিকরণে ব্যবহৃত হয়-
প্রত্যক্ষ পদ্ধতি
পরোক্ষ পদ্ধতি
ধাপ পদ্ধতি
কোনোটিই নয়
2023. 'মেটে কলসী' শব্দবন্ধে 'মেটে' কোন প্রকার বিশেষণ? সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহকারী প্রোগ্রামার: ২১]
গুণবাচক
রূপবাচক
অবস্থাবাচক
উপাদানবাচক
2024. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের বিশেষণ? রাজউকের ইসরয় পরিদর্শক। ২২/
পৃথ্বী
ধরণী
পার্থিব
বসুধা
2025. 'দ্বেষ' এর বিশেষণ রূপ কী? জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী। ২১/
দ্বিষ্ট
দ্বেষী
বিদ্বেষ
দিষ্ট
2026. ঢালের কোণ পরিমাপে ব্যবহৃত হয়-
ক্লিনোমিটার
ক্রস স্টাফ
অপটিক্যাল স্কয়ার
প্লানিমিটার
2027. 'মন' শব্দের বিশেষণ- গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসার। ২২/ উত্তরা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার: ২২/ উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার: ২১
মানস
মানুষ
মানসিক
মনন
2028. সে এখন যাবে না। এই বাক্যে 'না' কোন পদ? এনএসআই এর ফিল্ড অফিসার। ২১/
বিশেষণ
অনুসর্গ
অব্যয়
ক্রিয়াবিশেষণ
2029. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে? খাদ্য অধিদপ্রাতের অদিন সহকারী। ২১।
বিশেষণের পূর্বে
বিশেষ্যের পূর্বে
প্রথমে
শেষে
2030. কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ? বেসামরিক বিমান চলাচলের এরোড্রাম ফায়ার লিডার। ২১/
তিনি এখানে এসেছিলেন
একটু ঘরে আসুন না
গতকাল তিনি এসেছেন
ছেলেটি দ্রুত দৌড়ায়
2031. কোন ধরনের রেখা থেকে অফসেট নিয়ে নকশায় জমির প্লটগুলো চিহ্নিত করা হয়?
মোরব্বা রেখা
সিকমি রেখা
পরতাল রেখা
শটান রেখা
2032. 'বুনো' শব্দটির পদ কি? (পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী: ২১
বিশেষ্য
কোনটিই নয়
বিশেষণ
অব্যয়
2033. 'সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে।'- এ বাক্যে 'সৌন্দর্য' কোন পদ? কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী। ২১/
বিশেষণ
অব্যয়
সর্বনাম
বিশেষ্য
2034. নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ। ২১/
চৌকস লোক
ভাজা মাছ
নীল আকাশ
কালো মেঘ
2035. Tachometer-এর constant) হলো- গুণক ধ্রুব (Multiplying [PWD-2000]
f/i
i/f
f/d
f+d
2036. 'জন্ম' শব্দের বিশেষণ- বেসামরিক বিমানের নিরাপরা অপারেটর। ২১/
জীবন
জাতি
জাত
বংশ
2037. কোনো বস্তুর মধ্যাহ্নের পূর্বের ও পরের ছায়ায় উৎপন্ন কোণের সমদ্বিখণ্ডক রেখাকে বলে-
ধার্যকৃত মধ্যরেখা
প্রকৃত মধ্যরেখা
চুম্বকীয় মধ্যরেখা
কৌণিক রেখা
2038. চালাকের বিশেষ্য পদ কোনটি? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১/
চাতুর্য
চালাকি
চাতুরি
চতুর
2039. পর পর দুটি 'contour'-এর খাড়া (vertical) দূরত্বকে বলে- [PWD-2000]
vertical equivalent
horizontal equivalent
contour interval
contour gradient
2040. কিস্তোয়ার জরিপে ব্যবহৃত স্কেল-
1:100 হতে 200
1:200 হতে 500
1:500 হতে 5000
1:5000 হতে 10,000