Image
MCQ
2101. পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলা ভাষায় গৃহীত হয়েছে? [সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার/ ১৩]
চেয়ার
শরবত
টেবিল
ইস্পাত
2102. 'সর্বজন' এর বিশেষণ কোনটি? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর: ২১/ প্রাথমিক সহকারী শিক্ষক। ১৯/
বিশ্বজনীন
সর্বজনীন
সার্বিক
জনসাধারণ
2103. নিচের কোনটি পর্তুগিজ শব্দ? (পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার/ ১২)
গুদাম
চাহিদা
কুপন
চাকর
2104. নিচের কোন পদটি বিশেষণ? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা।১৩)
দিগম্বর
যিনি
যেহেতু
দীন
2105. 'সুন্দর' শব্দের বিশেষ্য রূপ কোনটি? (তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কো. লি. ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: ১১।
সুন্দরী
সৌন্দর্য
সুন্দার
সান্দর
2106. 'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ? (২০০৪ বিডিএস)
পর্তুগিজ
গুজরাটি
ফারসি
উর্দু
2107. 'পাউরুটি' কোন ভাষার শব্দ? [স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনিশিয়ান। ২৩/১৭তম শিক্ষক নিবন্ধন/২২]
পাঞ্চাবি গুজরাটি পর্তুগিজ ফরাসি
গুজরাটি
পর্তুগিজ
ফরাসি
2108. 'ন্যায়' শব্দের বিশেষণ- অগ্রণী ব্যাংক লি. সিনিয়র অফিসার। ১০।
ন্যায়িক
ন্যায়সঙ্গত
নীতিবাদ
ন্যায্য
2109. নিচের কোন বিশেষ্য-বিশেষণ জোড় শুদ্ধ? /রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসার। ১৩/
কতক্ষণ-তাৎক্ষণিক
তাঁত-তেঁতো
ডাকাত-ডাকাতি
খেলাপ-খেলাপি
2110. কোনটি ফারসি থেকে আগত? [জনতা ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার/ ১৫]
দারোগা
সোয়া
গিন্নি
সাবান
2111. কোন পদ্ধতির জরিপকার্যকে গ্রাফিক্যাল জরিপ পদ্ধতি বলা হয়?- [R&H-06]
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
কম্পাস জরিপ
থিওডোলাইট জরিপ
2112. বাংলা 'ধীর' শব্দটির বিশেষ্য কী?/পল্লী উন্নয়ন বোর্ড এর মাঠকর্মী। ১৫)
ধৈর্য
ধীরস্থিরতা
ধীরতা
ধীরস্থির
2113. 'সবুজ' কোন ভাষার শব্দ? (প্রবাসী কল্যাণ ব্যাংক লি, সিনিয়র অফিসার: ১৪)
দেশি
পর্তুগিজ
সংস্কৃত
ফারসি
2114. বিশেষণ পদ শনাক্ত করুন- পূবালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৩)
ব্যাকরণ
পার্থিব
গো
ঔদার্য
2115. 'দর্শন' বিশেষ্য পদের বিশেষণ-পূবালী ব্যাংকের অফিসার: ১৪)
দ্রষ্টা
দার্শনিক
দ্রষ্টব্য
দৃশ্য
2116. 'দহন' শব্দের বিশেষণ কোনটি? (ন্যাশনাল ব্যাংক শি. প্রবেশনারী অফিসার: ১৫/ অগ্রণী ব্যাংক লি. সিনিয়র অফিসার। ১৩/
দগ্ধ
দহনকারী
দাহ্য
দহনীয়
2117. 'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর? ১৫তম বিসিএস)
ইচ্ছাময়
অনিচ্ছা
ঐচ্ছিক
ইচ্ছুক
2118. 'সন্ধ্যা' শব্দের বিশেষণটি নির্দেশ করুন- (সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা অফিসার (হাসপাতাল): ০৭/উপজেলা মহিলা কর্মকর্তা: ০৫/
সাঁঝ
সন্ধ্যা
সন্দা
সান্ধ্য
2119. নিচের কোনটি পর্তুগিজ ভাষার শব্দ নয়?[৭২ শিক্ষক নিবন্ধন ১১]
আনারস
গুদাম
আলমারি
চাহিদা
2120. পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে? [১৭তম বিসিএস]
টেবিল
চেয়ার
বালতি
শরবত