Image
MCQ
2121. কবুল, কলম, তুফান কোন দেশি শব্দ? [জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার ১১]
ফারসি
তুর্কি
আরবি
পর্তুগিজ
2122. 'চশমা' কোন ভাষার শব্দ? [বেসামরিক বিমান চলাচলের সিনিয়র অফিসার। ২১/ সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ২০]
আরবি
ফরাসি
ফারসি
সংস্কৃত
2123. কোন শব্দটি বিশেষ্য? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৩)
চঞ্চল
চালাক
চতুর
চাতুর্য
2124. 'এ মাটি সোনার বাড়া'- এ উদ্ধৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ২৭তম বিসিএস)
বিশেষণের অতিশায়ন
রূপবাচক বিশেষ উপাদানবাচক বিশেষ্য
বিধেয় বিশেষণ
উপাদানবাচক বিশেষ্য
2125. কোন শব্দটি ফারসি? (২৬তম বিসিএস)
মুসাফির
পেরেশান
তকদির
মজলুম
2126. 'খোদা' শব্দটি কোন ভাষার শব্দ? (এনএসআই এর জুনিয়ার ফিল্ড অফিসার/ ২১/ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক/ ১৪)
আরবি
ফারসি
উর্দু
বাংলা
2127. 'নামায' শব্দটি কোন ভাষা থেকে এসেছে / 'নামায ও রোযা' কোন ভাষার শব্দ? (খানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা: ১৫)
আরবি
ফরাসি
সংস্কৃত
ফারসি
2128. কোনটি ফারসি ভাষার শব্দ? [উপজেলা সমাজসেবা অফিসার/ ০৬]
শহিদ
আলমিরা
বাদশাহ
হরতাল
2129. কোনটি বিশেষণের বিশেষণ? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০১/
এই আমি আর নই একা
বাতাস ধীরে বইছে
অতিশয় মন্দ কথা
মেঘনা বড় নদী
2130. 'বকলম' শব্দটি বাংলা ভাষায় এসেছে- [সোনালী ব্যাংকের অফিসার/১৯/ রূপালী ব্যাংকের জুনিয়র অফিসার/ ১৩]
ফারসি ভাষা থেকে
আরবি ভাষা থেকে
হিন্দি ভাষা থেকে
বর্মি ভাষা থেকে
2131. 'বাবেল মান্দেব' কি শব্দ? (২৩তম বিসিএস)
ফারসি
আরবি
উর্দু
ইংরেজি
2132. কোনটি বিশেষণ বাচক শব্দ? ১৪তম বিসিএস
জীবন
জীবাণু
জীবনী
জীবিকা
2133. 'অবজ্ঞাত' বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন? (প্রাপমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা) ০৫)
অজ্ঞাত
অজ্ঞান
অবজ্ঞেয়
অবজ্ঞা
2134. নিচের বাক্যে নিম্নরেখ শব্দগুলো কিসের উদাহরণ? 'রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা।'- (প্রাথমিক সহকারী শিক্ষক: ২২/ সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৮]
সাপেক্ষ সর্বনাম
সাপেক্ষ বিশেষণ
নির্ধারক সর্বনাম
নির্ধারক বিশেষণ
2135. কোনটি অংশবাচক বিশেষণ? থানা সহকারী শিক্ষা অফিসার: ৯৯।
পাঁচ শতাংশ জমি
ছ'কিলোমিটার রাস্তা
অর্ধেক সম্পত্তি
হাজার টনী জাহাজ
2136. নিম্নের কোনটি আরবি শব্দ নয়? (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক লি. অফিসার ০৮)
আল্লাহ
বেহেস্ত
ঈমান
হালাল
2137. বাংলা ভাষায় ব্যবহৃত 'লেবু' শব্দটি কোন ভাষা হতে আগত? (খানা সহকারী শিক্ষা অফিসার ০৪)
ফরাসি
ফারসি
আরবি
হিন্দি
2138. 'জিন্দাবাদ' কোন ভাষার শব্দ?(আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট: ০৫)
ফারসি
সংস্কৃত
উর্দু
হিন্দি
2139. ক্রিয়া বিশেষণের উদাহরণ আছে কোন বাক্যে? [থানা নির্বাচন অফিসার: ০৪)
বসন্তের আরামদায়ক বায়ু প্রবাহে সকলেই পুলকিত
সে খুব তাড়াতাড়ি হাঁটল
সমুদ্র সৈকতে জলপ্রবাহের প্রবল গর্জন শোনা গেল
সেদিন অত্যন্ত চমৎকার কথা শুনিলাম
2140. দাওয়াত' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [প্রবাসী কল্যাগ। ব্যাংক লি. সিনিয়র অফিসার/ ১৪]
ফারসি
উর্দু
আরবি
হিন্দি