MCQ
2161. গিন্নি, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ? (১১ম শিক্ষক নিবন্ধন। ১৪)
তৎসম
দেশি
অর্ধ-তৎসম
বিদেশি
2162. কোনটি দেশি শব্দ? (শহর সমাজসেবা অফিসার (হাসপাতাল) : ০৭)
আনারস
কাগজ
উকিল
ঢেঁকি
2163. কোনটি দেশি শব্দ? (১৩তম বেসরকারী প্রভাষক নিবন্ধন পরীক্ষা: ১৬)
কেরোসিন
পাউরুটি
আদালত
কুলা
2164. কোনগুলো দেশি শব্দ? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক/ ১০]
চা, চিনি
টেবিল, চেয়ার
চাল, চুলা
চন্দ্র, পৃথিবী
2165. 'কুইনাইন' কোন ভাষার শব্দ? [জনতা ব্যাংকের অফিসার (ক্যাশ): ২০]
পর্তুগিজ
তুর্কি
গ্রিক
পেরু
2166. 'খিদে' কোন ধরনের শব্দ? (সমাজসেবা অফিসার (হাসপাতাল): ০৭)
তৎসম
দেশি
অর্ধ-তৎসম
তদ্ভব
2167. অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে? সমাজসেবা অধিদপ্তরে উপসহকারী পরিচালক: ০৫)
দেশি
বিদেশি
তৎসম
বাংলা
2168. কোনটি দেশি শব্দ? (৬৫ বেসরকারী শিক্ষক নিবন্ধন/ ১০)
গিন্নি
টোপর
কৃপণ
মাথা
2169. কোনটি খাঁটি বাংলা শব্দ? [বাংলাদেশ রেলওয়ের খালাসী: ২২/ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১৬]
ঢোল
ঈদ
হালুয়া
আনারস
2170. নিচের কোনটি দেশী শব্দ? [সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর/২০]
ডাব
তোশক
ধর্ম
হাত
2171. অর্ধ-তৎসম শব্দের উদাহরণ কোনটি? (প্রাথমিক সহকারী শিক্ষক ১৯)
গঞ্জ
পিতা
চাঁদ
গিন্নী
2172. নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ? (১১ম শিক্ষক নিবন্ধন: ১৪)
গিন্নি
গঞ্জ
হস্ত
তসবি
2173. . 'কুঁড়ি' কোন শ্রেণির শব্দ? (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়/ ০৩-০৪)
তৎসম
দেশি
তদ্ভব
বিদেশি
2174. দেশি শব্দ কোনটি? (টেলিভিশন এবং বিজ্ঞাপন আধিকারিক (গ্রেড ২)/০৬)
চাঁদ
ঈদ
ডাব
চশমা
2175. 'মা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [পূবালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১১]
ল্যাটিন
হিন্দি
আরবি
তদ্ভব
2176. বাংলা ভাষায় অর্ধ-তৎসম শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে? (নির্বাচন কমিশনের সচিবালয়ে উপজেলা/থানা নির্বাচন অফিসার: ০৮)
সংস্কৃত
পর্তুগিজ
ফারসি
ল্যাটিন
2177. 'কুঁড়ি' শব্দটি এসেছে- (পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আনিস্ট্যান্ট ম্যানেজার ১৪]
'কুঁড়ে' থেকে
'কোরক' থেকে
'কুড়িল' থেকে
'পুষ্প' থেকে
2178. কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ? (৯ম শিক্ষক নিবন্ধন: ১৩)
মাথা
ভবন
ঢেঁকি
কুচ্ছিত
2179. দেশি শব্দ নয়- (ঢাকা বিশ্ববিদ্যালয়: ০৭-০৮)
ধুতি
চিড়া
ঢেঁকি
মই
2180. 'গিন্নি' কোন শ্রেণির শব্দ? (৩৮তম বিসিএস)
দেশি
বিদেশি
অর্ধ-তৎসম
তদ্ভব