Image
MCQ
2681. 4m গভীরতা পর্যন্ত পরিখা খনন করতে যে পদ্ধতিতে টিম্বারিং করা হয়-
বক্স শিটিং
স্টে ব্রেসিং
রানার
ভার্টিক্যাল শিটিং'
2682. ভিত্তি সংস্থাপনে সমকোণ মাপা হয়-
3,4 ও 5 একক দৈর্ঘ্য পদ্ধতি দ্বারা
থিওডোলাইট দিয়ে
রাজমিস্ত্রির মাটামের সাহায্যে
উপরের সব কয়টি
2683. ভিত্তির খাদ কাটার আগে কাগজের উপর অঙ্কিত প্ল্যান- এর স্কেল-
1:50
1:100
1:500
1:150
2684. মাটি তদন্তের প্রধান উদ্দেশ্য-
ভিত্তির গভীরতা নির্ধারণ
ভূমিম্নস্থ পানির অবস্থা জানা
মাটির ঘনত্ব নির্ধারণ
ভারবহন ক্ষমতা জানা
2685. কোন ক্ষেত্রে যুক্ত ফুটিং ব্যবহার করা হয়?
কলামে বেশি লোডন্ড পড়লে
ফুটিং ওভারল্যাপ করলে
ট্রাপিজয়ডাল ফুটিং করার জন্য
ফুটিং যুক্ত করার জন্য
2686. 10m গভীরতা পর্যন্ত গর্ত খনন করতে টিম্বারিং পদ্ধতি-
বক্স শিটিং
শিট পাইলিং
ভার্টিক্যাল শিটিং
রানার
2687. স্টে ব্রেসিং-এ পোলিং বোর্ড স্থাপন করা হয়-
1.5-4m পর পর
2-4m, পর পর
3-4m পর পর
4-5m পর পর
2688. ডেড শোরে ব্যবহৃত ওয়াল প্লেটের চওড়া-
10-25cm
15-20cm
20-25cm
25-30cm
2689. যে পাইল পিলার হিসেবে লোড ট্রান্সফার করে-
ফ্লোটিং পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
2690. যে বৃহদাকার গর্তে মানুষ প্রবেশ করে মাটির স্তর পর্যবেক্ষণ করতে পারে-
বোরিং
অ্যাগার বোরিং
কোর ড্রিলিং
ওপেন ট্রায়াল পিট
2691. পাইলের দৈর্ঘ্য 10-15m হলে এর ব্যাস-
35cm
30cm
40cm
45cm
2692. নিরাপদ সহগ-
কার্যকরী ভারবহন ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
সর্বোচ্চ ভারবাহী ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
গ্রহণযোগ্য ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
কোনোটিই নয়
2693. অগভীর ভিত্তি বা ফুটিংকে ভাগ করা যায়-
2
3
4
5
2694. কোনো দালানের ভূনিম্নস্থ তলকে বলে-
সাবস্ট্রাকচার
সুপারস্ট্রাকচার
বেইজমেন্ট ফ্লোর
আন্ডার গ্রাউন্ড ফ্লোর
2695. পাথর বা শক্ত স্তরের অধিকৃত নমুনা সংগ্রহ করার পদ্ধতি-
টেস্ট সিলিন্ডার
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
পারকুশন বোরিং
2696. রেকিং শোরে ব্যবহৃত স্থাপন করা হয়? রেকারগুলোকে কত ডিগ্রি কোণে স্থাপন করা হয়?
30°-45°
30°-60°
40°-75°
45°-75°
2697. মাটির ভারবহন ক্ষমতা নির্ভর করে-
ভিত্তির চওড়ার ওপর
লোড প্রয়োগের ওপর
মাটির প্রকারভেদের ওপর
কাঠামোর গাঁথুনির ওপর
2698. সাইট এক্সপ্লোরেশনের উদ্দেশ্য নয়-
ডিগ্রি অব কম্প্যাকশন
বসনের পূর্বাভাস
আন্ডার গ্রাউন্ড ওয়াটার লেভেল
লোকেশন অব স্ট্রাকচার
2699. পাঁচতলা দালানের তৃতীয়তলার কলাম ডিজাইনের জন্য লাইভ লোডের কমতির হার-
10%
20%
30%
40%
2700. কোনটি স্প্রেড ফুটিং নয়?
অফসেট ফুটিং
ওয়াল ফুটিং
আরসিসি ফুটিং
র‍্যাফট ফুটিং