Image
MCQ
2721. কনস্ট্রাকশন পাম্প হিসেবে বহুল পরিচিত পাম্প-
ডায়াফ্রাম পাম্প
রোটারি
সেন্ট্রিফিউগাল
রেসিপ্রোকেটিং
2722. নির্মাণকাজের দুর্ঘটনাগুলো কত প্রকার?
2
3
4
5
2723. আদর্শ দালানের রান্নাঘরের প্রস্থ কমপক্ষে হওয়া উচিত?
4.5m
6.5m
5.5m
7.5m
2724. জমাটবদ্ধ মাটির ক্ষেত্রে ডিওয়াটারিং পদ্ধতি হলো-
ডিপ ওয়েল সাম্প
ওয়েল পয়েন্ট
ডিপ ওয়েল ড্রেনেজ
সাম্প নির্মাণ
2725. রান্নাঘর থেকে যে পাইপের মাধ্যমে দূষিত পানি নিষ্কাশন করা হয়-
সয়েল পাইপ
ভেন্ট পাইপল
ওয়েস্ট পাইপ
অ্যান্টিসাইফোনেজ পাইপ
2726. পৌরসভার আওতাধীন এলাকার কত মিটারের কম চওড়া রাস্তার পাড়ে কোন ইমারত নির্মাণ অনুমোদিত নয়?
2m
2.5m
3m
3.5m
2727. কোনটি প্রজেক্ট ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত?
প্রজেক্ট প্লানিং
প্রজেক্ট শিডিউলিং
প্রজেক্ট কন্ট্রোলিং
সব কয়টি
2728. সাউন্ড ইনসুলেশনের প্রয়োজন হয়-
সভাকক্ষে
শয়নকক্ষে
ড্রয়িং রুমে
অফিস কক্ষে
2729. পরিবর্তনশীল হেডে সুষম হারে পানি উত্তোলন করা যায় কোনটি দ্বারা?
ডায়াফ্রাম
সেন্ট্রিফিউগাল
রেসিপ্রোকেটিং পাম্প
সব কয়টি
2730. অ্যালুমিনিয়াম শিট দ্বারা ইনসুলেশন দেওয়াকে বলে-
ব্লক ইনসুলেশন
লুকফিল ইনসুলেশন।
ব্ল‍্যাংকেট ইনসুলেশন
কোনোটিই নয়
2731. বিল্ডিং ড্রেনেজ-এর উদ্দেশ্য-
দূষিত পানি সহজে ও দ্রুত নিষ্কাশন
সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত হওয়া বন্ধ করা
পয়ঃমলকে দ্রুত অপসারণের সুযোগ প্রদান
দূষিত পদার্থ সংগ্রহ ও অপসারণ (সব কয়টি)
2732. গ্রীষ্মকালে ভেন্টিলেশন কাজে আপেক্ষিক তাপমাত্রা ধরা হয়-
22.9°F
23.9°F
22.9°C
23.9°C
2733. বসতবাড়ির জন্য প্রতিজনে ব্যবহৃত পানির পরিমাণ ধরা হয় প্রতিদিন-
100 litre
95 litre
135 litre
75 litre
2734. হাউজ ড্রেনেজে ব্যবহৃত সয়েল পাইপের ব্যাস-
10cm
5cm
7.5cm
4cm
2735. ট্রাপে সিলের গভীরতা-
1-2cm
2.5-7.5cm
1.5-2.5cm
5-10cm
2736. শব্দ শোষণের প্রধান মাধ্যম হলো-
দেয়াল
বাতাস
সভাকক্ষে
ড্রয়িং রুমে
2737. গোসলখানায় কাপড় ধোয়ার জন্য ব্যবহৃত হয়-
সিঙ্ক
বাথটাব
লন্ড্রি ট্রে
শাওয়ার বাথ
2738. কৃত্রিম ভেন্টিলেশন-
2 প্রকার
3 প্রকার
4 প্রকার
5 প্রকার
2739. প্রজেক্টের উদ্দেশ্য-
4টি
3টি
2টি
5টি
2740. একটি উত্তম রুমের দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত হওয়া উচিত-
1-1.2
1.5-1.8
1.2-1.5
1.8-2