Image
MCQ
2641. ৫০ টাকায় ৬টি দওে আম ক্রয় কওে ৫০ টাকায় ৫টি দওে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
১০%
২০%
১২%
২৫%
2642. একটি বাশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ঠ ৩মিটার পানির উপরে আছে। বাশটির দৈঘ্য কত?
২০ মিটার
১৬ মিটার
১৫ মিটার
১২ মিটার
2643. ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চারিদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত?
১৬০০ বর্গফুট
১২০০ বর্গফুট
৮৫৫ বর্গফুট
৭৫৫ বর্গফুট
2644. 'মনের মানুষ' চলচ্চিত্রের পরিচালক কে?
সুভাষ দত্ত
গৌতম ঘোষ
নাসির উদ্দিন ইউসুফ
চাষী নজরুল ইসলাম
2645. কোনটি ইনপুট ডিভাইজ নয়?
প্রিন্টার
স্ক্যানার
কী-বোর্ড
মাউস
2646. ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপন করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্ব্বোচ্চ কতগুলো চারা রোপন করা যাবে?
৭০টি
৫১টি
৫০টি
৬০টি
2647. চতুর্থ LDC সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে?
ব্রাসেলস
ইস্তাম্বুল
তেহরান
নয়াদিল্লী
2648. বাংলাদেশের কোন সেক্টরটি কেবলমাত্র নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল?
৯ নং
১১ নং
১০ নং
১২ নং
2649. ১০ নং ডাউনিং স্ট্রীট কি?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর বাসভবন
ফরাসি প্রেসিডেন্ট এর বাসভবন
বিট্রিস প্রধানমন্ত্রীর এর বাসভবন
রাশিয়ান প্রসিডেন্ট এর বাসভবন
2650. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় কত সালে?
২ ডিসেম্বর ১৯৯৫
২ ডিসেম্বর ১৯৯৭
২ডিসেম্বর ১৯৯৬
২ ডিসেম্বর ১৯৯৮
2651. নিচের কোনটি লোড বিয়ারিং ওয়াল হিসেবে বিবেচিত হয়?
৫ ইঞ্চি গাঁথুনি
৩ ইঞ্চি গাঁথুনি
১০ ইঞ্চি গাঁথুনি
কোনোটিই নয়
2652. a3-21a-20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?
a+2
a-2
a-1
a+1
2653. নিচের কোনটি অপারেটিং সিস্টেম?
ROM
RAM
XP professionals
Spreadsheet
2654. 2x+3z= 36 এবং 2x+z= 16 হলে এর সমাধান সেট (x,z) এর মান কত?
২,১০
৩,৫
৩,১০
৬,১০
2655. ভাইব্রেটর কোনটি?
টিলটিং মিক্সচার মেশিন
হ্যান্ড কম্পাকশন
সারফেস টেবিল
ভাইব্রেটর টেবিল
2656. বর্তমান বিশ্বের সর্ব্বোচ্চ টাওয়ার 'বুর্জ খলিফা' এর উচ্চতা কত?
৭০০ মিটার
৯০০ মিটার
৮২৮ মিটার
১০০০ মিটার
2657. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা কত তম প্রেসিডেন্ট?
৪২ তম
৪৪ তম
৪৩ তম
৪৫ তম
2658. ৪৫ কোন সংখ্যার ৬০%?
৬০
৯০
৮০
৭৫
2659. কোন গ্রহের একটিও উপগ্রহ নেই?
শুক্র
বৃহস্পতি
পৃথিবী
ইউরোনাস
2660. কন্যার বয়স পিতা ও পুত্রের বয়সের সমানুপাতিক পিতা ও পুত্রের বয়স যথাক্রমে ৪৮ ও ১২ হলে কন্যার বয়স কত হবে?
২৮
২৪
১৬
১২