Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2781. The slump test of concrete is used to measure- [MES-16]
workability
tensile strength
homogeneity
impact value
ব্যাখ্যা: ব্যাখ্যা: The concrete slump test measures to consistency of fresh concrete before it sets. Workability refers to the degree of case with which concrete is transported, placed in the formwork, compacted and firished, without any segregation
2782. The fineness modulus of an aggregate is roughly proportional to- [BREB-15]
specific gravity of the aggregate
shape of the aggregate
average size of particles in the aggregate
grading of the aggregate
ব্যাখ্যা: ব্যাখ্যা: The term fineness modulus is used to indicate and index number which is roughly proportional to the average size of the particle in the entire quantity of aggregates.
2783. যেখানে ভিজিটরদের আসা-যাওয়া সর্বদা বিদ্যমান, সেখানে ব্যবহৃত হয়-
লুভার্ড ডোর
কলাপসিবল ডোর
রিভোলভিং ডোর
স্লাইডিং ডোর
ব্যাখ্যা: ব্যাখ্যা: লুভার্ড ডোর: একই সাথে কক্ষের গোপনীয়তা ও বায়ু চলাচল নিশ্চিত করার জন্য এ দরজা নির্মাণ করা হয়। এই দরজা মহিলা হোস্টেল, আবাসিক ভবনের গোসলখানা, বাথরুমে ব্যবহৃত হয়। কলাপসিবল ডোর: এই প্রকার দরজা গুদামঘর, ওয়ার্কশপ, পাবলিক বিল্ডিং, সিনেমা হল, স্কুল, কলেজ ইত্যাদি জায়গায় কলাপসিবল ডোর ব্যবহৃত হয়। রিভোলভিং ডোর ও এ ধরনের দরজা সাধারণত লাইব্রেরি, হোটেল, ব্যাংক, জাদুঘর যেখানে ভিজিটর এর আসা-যাওয়া বিদ্যমান, রিভোলভিং ডোর ব্যবহার করা হয়। সেখানে স্লাইডিং ডোর : এ প্রকার দরজা সাধারণত গুদামঘর, দোকান, গ্যারেজ ও কারখানার প্রবেশপথে ব্যবহৃত হয়। প্লেইজ বা সাস ডোর: হাসপাতাল, স্কুল, কলেজ, ব্যাংক ইত্যাদি জায়গায় গ্রেইজ ডোর ব্যবহৃত হয়।
2784. The minimum covering of the reinforcement for the pre-cast reinforced piles used in sea water, is- [BREB-15]
40mm
100mm
55mm
75mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: The minimum covering of the reinforcement for every structure used in sea water is 75mun or 7.5 cm.
2785. দরজার উচ্চতা-
দরজার প্রস্থ-1.2m
সাধারণত 2m ধরা হয়
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: দরজার উচ্চতা 2m রাখা হয়। তবে দরজার উচ্চতা 1.80m-এর কম হবে না। দরজার উচ্চতা= দরজা প্রন্থ +12 মিটার।
2786. The slump test of concrete is used to measure its- [BREB-15]
tensile and compressive strength
impact value
consistency
homogeneity
ব্যাখ্যা: ব্যাখ্যা: The concrete slump measures the consistency of fresh concrete before it sets. It is performed to check the workability of freshly made concrete.
2787. স্কুল, কলেজ, আবাসিক গৃহ, যেখানে স্প্যান 6m-এর অধিক নয়, সেখানে ব্যবহৃত হয়-
কিং পোস্ট ট্রাস
কুইন পোস্ট ট্রাস
কম্পোজিট ট্রাস
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্প্যান 5m থেকে ৪m-এর মধ্যে হলে কিং পোস্ট ট্রাস নির্মিত হয়।
2788. দরজার প্রন্থ-
50-80cm
80-120cm
70-90cm
100-150cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: দরজার গ্রন্থ: দরজার প্রন্থ 80cm থেকে 120cm-এর মধ্যে হয়। গ্যারেজ/শপের দরজা গ্রন্থ 3cm-এর বেশি হবে না।
2789. Brick walls are measured in sq.m if the thickness of the wall is-
10cm
20cm
15cm
None of these
2790. Ratio of cement and sand for plastering of beam, column etc. is- [MES-16]
1:3
1:7
1:4
1:6
ব্যাখ্যা: ব্যাখ্যা: Mix cement and sand in the ratio of 1:6 (1 cement: 6 sand) for inner plastering and for outer plastering mix it in the ratio of 1:4.
2791. The portion of bricks at across the width in half is called.-
half-sprit
half-bat
half-closer
half-bed
2792. The size of the standard modular brick is-
19cm x 9cm x 9cm
20cm x 10cm x 9cm
20cm x 10cm x 10cm
20cm x 9cm x 9cm
ব্যাখ্যা: Note: without mortar the shandard modular brick size is-19cm x 9cm x 9cm
2793. Measure taken for prevention of dampness of a floor is- [MES-16]
RCC
Lime concrete
DPC
Plaster
2794. জানালার ওপেনিং মেঝে থেকে কত উপরে থাকে?
50-80cm
80-100cm
100-150cm
50-100cm
2795. ছাদ প্রধানত কত প্রকার?
2
3
4
5
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: রুফ বা ছাদ তিন প্রকার- (i) ঢালু ছাদ (ii) সমতল ছাদ (iii) বাঁকানো ছাদ।
2796. যখন স্প্যান 10m-এর বেশি হয়, তখন কোন ধরনের ট্রাস ব্যবহার সুবিধাজনক?
কাঠের ট্রাস
স্টিল ট্রাস
কম্পোজিট ট্রাস
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) স্প্যান দৈর্ঘ্য 5m থেকে 8m-এর মধ্যে হলে কিং পোস্ট ট্রান্স ব্যবহার করা হয়। (ii) স্প্যান দৈর্ঘ্য ৪m থেকে 12m-এর মধ্যে হলে কুইন পোস্ট ট্রাস ব্যবহৃত হয়। (iii) কাঠের ট্রাস সর্বোচ্চ 15m স্প্যান পর্যন্ত সুবিধাজনক। (iv) স্প্যান যখন 10m-এর বেশি তখন স্টিল ট্রাস ব্যবহার সুবিধাজনক।
2797. The top diameter, bottom diameter and height of the mould used for slump test are respectively- [MES-16]
100mm, 200mm, 300mm
200mm, 100mm, 300mm
200mm, 300mm, 100mm
100mm, 300mm, 200mm
2798. The brickwork is not measured in cum in case of-
One or more than one brick wall
Brickwork in arches
Reinforced brickwork
Half-brick wall
2799. পর্যাপ্ত আলো পাওয়ার জন্য দরজা, জানালার উপরে একটি অংশ কাচ দ্বারা নির্মাণ করা হয়, একে বলে-
সানলাইট
ফ্যানলাইট
ভেন্টিলেটর
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা:সানলাইটঃ দালানে পর্যাপ্ত আলো পাওয়ার জন্য সিড়িঘরে যে জানলা রাখা হয়, তাই হলো সানলাইট। এটি কাচ দিয়ে নির্মিত হয়। ফ্যানলাইটঃ দরজা, জানলার উপরে যে ফোঁকর রাখা হয় তা হলো ফ্যানলাইট। ভেন্টিলেটর: ছাদ লেভেল এর 30cm-50cm নিচে স্থাপিত ছোট জানলাকে ভেন্টিলেটর বলা হয়। স্কাইলাইটঃ ঢালু ছাদ দিয়ে আলো প্রবেশ করার জন্য ঢালু ছাদ থেকে উপরের দিকে উঁচুতে চৌচালা ঘরের মতো এবং ঢালু ছাদের সমান্তরালে স্কাইলাইট ব্যবহৃত হয়।
2800. হাসপাতাল, স্কুল, কলেজ, ব্যাংক ইত্যাদিতে সাধারণত ব্যবহৃত হয়-
লুভার্ড ডোর
রিভোলভিং ডোর
গ্রেইজড বা সাস ডোর
ফ্লাশ ডোর