Image
MCQ
3041. পিটট টিউব দ্বারা তরল পদার্থের কী মাপা হয়?
ভেলোসিটি
প্রবাহ
চাপ
আয়তন
3042. বিভিন্ন রকম প্রবাহ নির্ণয়ের জন্য নিচের কোন নচ প্রযোজ্য?
ভি-নচ
আয়তাকার
স্টেপড
ট্রাপিজিয়াম
3043. Cumec দ্বারা বুঝায়-
1cm³/sec
1m³/sec
1m³/sec2
Icft/sec
3044. দুটি নলকূপের Individual discharge যথাক্রমে Q1 এবং Q2. নলকূপ দুটির একত্রিত discharge কত হবে?
Q1+Q2
>(Q+Q2)
<(Qi + Q2)
কোনোটিই নয়
3045. চেজির সূত্রের সাহায্যে নির্গমনের সূত্র-
AC√mi
AC√m/i
AC√m
AC√m/c
3046. গণপূর্ত কাজের যাবতীয় লেনদেন কোষাগার, অর্থ ও হিসাবপ্রণালি সম্পর্কিত বিধি ও নির্দেশসমূহ যে বইয়ে লেখা থাকে, তাকে বলা হয়-
গণপূর্ত হিসাব বই
হিসাব সংহিতা
উপরে উল্লিখিত দুটি
কোনোটিই নয়
3047. নিচের কোনটি অনমনীয় বাঁধের উদাহরণ নয়?
ম্যাসনারি বাঁধ
কংক্রিটের বাঁধ
সয়েল বাঁধ
ইস্পাত বাঁধ
কোনোটিই নয়
3048. Kinematic viscosity-এর একক কী?
m²/sec
sec/m²
sec/m³
kg. sec/m²
3049. পানি turbidity কীসের পরিমাপক?
ভাসমান বস্তুর
দ্রবীভূত বস্তুর
পানির অম্লতা
পানির ক্ষারতা
3050. Surface tension-এর একক কোনটি?
N
N/m
N/m^2
N/m^3
3051. প্লাস্টারিং একক হিসাব করা হয়-
ঘনমিটারে
রানিং মিটার
বর্গমিটারে
কোনোটিই নয়
3052. হাইড্রোলিক প্রেস কোন সূত্রের উপর কাজ করে?
বার্নলির সূত্র
প্যাসকেলের সূত্র
নিউটনের সূত্র
রনের সূত্রকায়
কোনোটিই নয়
3053. তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোনো বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়-
বৃদ্ধি পায়
বাধাপ্রাপ্ত হয়
সংকুচিত হয়
ঘর্ষণপ্রাপ্ত হয়
3054. একটি পাত্রে 1m পানির উপর 50cm তেলের (sp. gravity 0.8) স্তর আছে। পাত্রের তলদেশে চাপ কত?
4kN/m^2
10 kN/m^2
12 kN/m^2 4kN/m^2
14 kN/m^2 4kN/m^2
3055. Poise কীসের একক?
Surface tension
Viscosity
Pressure
Shear stress
3056. আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ নির্গমন তখনই ঘটে যখন পানির গভীরতা প্রন্থের-
সমান
অর্ধেক
তিনগুণ
দ্বিগুণ
3057. জল সরবরাহ ও অন্যান্য কাজে নিয়োজিত-
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর
ইমারত দপ্তর
কোনোটিই নয়
3058. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয়?
Sp. gravity
Voids volume
Shear strength
Compressive strength
3059. SI পদ্ধতিতে চাপের মৌলিক এক N/mm² এটি কী নামে পরিচিত?
MPa হিসাবে
poise হিসাবে
Stoke হিসাবে
কোনোটিই নয়
3060. যেখানে হাইড্রলিক জাম্প ঘটে সেখানে বেশি পরিমাণ নষ্ট হয়-
উচ্চতা
শক্তি
চাপ
বেগ