Image
MCQ
3002. Concrete-কে curing করতে হয়-
Cement এর hydration-এর জন্য
নতুন concrete-এর উপর পানির চাপ প্রয়োগের জন্য, যা concrete-কে জমাট হতে সাহায্য করে
সূর্যের তাপে নতুন concrete যেন ফেটে না যায়
উপরোক্ত সবগুলোর জন্য
3003. নিরেট দেয়ালের তুলনায় ফাঁপা দেয়ালের তাপ নিরোধক ক্ষমতা বেশি-
20%
35%
25%
30%
3005. Which of the following is a cast-iron sleeper?
box sleeper
pot sleeper
plate sleeper
all of these
3006. গুদামঘর, ওয়ার্কশপ, গ্যারেজ, পাবলিক বিল্ডিং ইত্যাদির নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়-
লুভার্ড ডোর
রিভোলভিং
কলাপসিবল ডোর
স্লাইডিং ডোর
3007. To prevent the change in gauge and creep, the steel sleepers are fixed by clips, bolts and-
one key
two keys
three keys
four keys
3008. ime Concrete এবং Curing time যথাক্রমে-
১ সপ্তাহ/১ সপ্তাহ
2 সপ্তাহ/৪ সপ্তাহ
৩ সপ্তাহ/৩ সপ্তাহ
৪ সপ্তাহ/৪ সপ্তাহ
3009. For undeveloped area, the type of gauge adopted is-
broad gauge
metre gauge
narrow gauge
all of these
3011. রিইনফোর্সড ব্রিক ম্যাসনরির শক্তি বৃদ্ধি করতে ব্যাবহার করা হয়-
স্টিরাপ
মাইল্ড স্টিল ফ্লাট
মাইন্ড স্টিল রড
কোনোটিই নয়
3012. প্লাস ফ্লোরিং-এ ব্যবহৃত গ্লাসের পুরুত্ব-
12-30mm
25-40mm
5-15mm
5-10mm
3014. ফ্লোর সরাসরি মাটির উপর না হলে এর লেভেল থেকে কিছুটা উপরে হলে তা
আপার ফ্লোর
সাসপেন্ডেড ফ্লোর
সলিড গ্রাউন্ড ফ্লোর
কোনোটিই নয়
3015. Concrete ধারণ (sustain) করতে পারে-
Tension
Compression
Shear
Torque
3017. হলো-ক্লে টালির খাঁজের ক্ষেত্রফল হওয়া উচিত, খাঁজ পার্শ্বের ক্ষেত্রফলের-
40%
45%
50%
60%
3019. কোনটি ফ্লেক্সিবল ডিপিসি নয়?
সিসার শিট
হট বিটুমিন
বিটুমিনাস শিট
জিআই শিট