Image
MCQ
3021. ১০ সেমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ৮ মিটার বেগে পানি প্রবাহিত হচ্ছে। নির্গমনের (Q) পরিমাণ কত?
০.৬২৮ লিঃ/সেঃ
৬.২৮ লিঃ/সেঃ
৬২.৮0 লিঃ/সেঃ
৬২৮ লিঃ/সেঃ
3022. পানির স্তম্ভের বায়ুমণ্ডলের চাপ এর পরিমাণ-
৭.৫মি.
৮.৫ মি.
৯.৮১ মি.
১০.৩০ মি.
3023. তরলে ডুবন্ত কোনো তলের ওপর Resultant pressure যে Point-এর কাজ করে, তাকে বলা হয়-
Centre of gravity
Centre of pressure
Centre of immersed surface
কোনোটিই নয়
3024. Reynold's Number কত হলে Flow turbulent হয়? [MOLE-19; BADC-22]
<2000
2000-4000
> 4000
<4000
3025. পানির মুক্ততল হতে কত নিচে চাপের তীব্রতা বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ হবে? [বায়ুর চাপ 1.01 kg/cm²] [PPA-23]
20.20m
21.20m
22.20m
23.20m
3026. কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জ-এর মান সাধারণত হয়ে থাকে-
0.61-0.64-এর মধ্যে
0.64-0.68-এর মধ্যে
0.79
0.97
3027. পানির ঘনত্ব সবচেয়ে বেশি-[SGCL-23]
4°F তাপমাত্রায়
4°K তাপমাত্রায়
4°Rতাপমাত্রায়
4°C তাপমাত্রায়
3028. প্রতি বর্গসেন্টিমিটার 0.5 kg চাপের সমতুল্য পানির স্তম্ভের উচ্চতা-
৫ মিটার
২.৫ মিটার
৫০ মিটার
২৫ মিটার
3029. একটি 5m উচ্চতার পানির ট্যাঙ্কের তলায় অবস্থিত নজল (Nozzle) দিয়ে পানি নির্গত হওয়ার বেগ (Exit velocity) নির্ণয় কর। [BADC-22]
9.90 m/s
19.80 m/s
99.9 m/s
5.90 m/s
3030. 1 অ্যাটমোসফিয়ার চাপ হলো- [PPA-23]
1.033 gm/cm²
1.033 kg/cm²
10.33 gm/cm²
1.033 gm/cm²
3031. একটি ছয়তলা বিশিষ্ট ভবনের পরিমাণ চাপ (pressure) নিচতলায় পানির পাইপ কী বহন-এ সক্ষম হওয়া প্রয়োজন?
১০০০ পিএসআই
২০০০ পিএসআই
৩০০০ পিএসআই
৪০০০ পিএসআই
3032. বায়ুর আদর্শ চাপ পারদ স্তম্ভে-[SB-16, SGCL-23]
65cm
76cm
72cm
100cm
3033. কোনটি দ্বারা গড় সমুদ্রতল বুঝানো হয়? [PPA-23]
HFL
HSL
FL
MSL
3034. Manometer দিয়ে নির্ণয় করা হয়-
Velocity of fluid
Atmospheric pressure
Difference of pressure between two points in a pipe
Pressure in venturimeter
3035. ডিফারেনশিয়াল ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা যায়-
উচ্চ চাপ
এক বিন্দুর চাপ
দুই বিন্দুর চাপ
কোনোটিই নয়
3036. FPS পদ্ধতিতে চাপের একক কোনটি? [SGCL-23]
PSI
kg/m²
N/mm²
সব কয়টি
3037. ৪° সেন্টিগ্রেড তাপমাত্রায় ১ লিটার পানির ওজন-
১.৪ কেজি
১. ২ কেজি
১.০ কেজি
০.৯৬ কেজি
3038. কোনো তেলের আপেক্ষিক ওজন 0.75 gm/cm³; এর আপেক্ষিক গুরুত্ব হবে-
15gm/cm³
10gm/cm²
0.75
1.0kg
3039. পরীক্ষামূলকভাবে Cc মেপে নিম্নের কোন সম্পর্ক বের করা হয়?
Cc = Cd/Cv
Cc = Cv/Cd
Cc = Cr/Cd
Cc = Cr/Cv
3040. যে যন্ত্রের সাহায্য বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম- [DWASA-20, SGCL-23]
টেকোমিটার
অ্যাভোমিটার
ওহমমিটার
ব্যারোমিটার