EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3861. একটি balanced reinforced concrete beam-এর moment resistance নির্ভর করে-
লোহার পীড়নের (stress) উপর
concrete-এর পীড়নের উপর
লোহা এবং concrete উভয়ের উপর
aggregate-এর শক্তির উপর
3862. কাজ একটি-
দিক রাশি
অদিক রাশি
কওখ
কোনোটিই নয়
3863. Tensile test-এ একটি লোহার রড ভাঙার পর তার ব্যাসার্ধ (diameter)-
বেড়ে যায়
কমে যায়
কোনো পরিবর্তন হয় না
loading rate-এর উপর নির্ভর করে
3864. একটি আয়তাকার (rectangular) beam-এ বিকশিত সবচেয়ে বেশি shear stress averages shear stress এর-
১.৫ গুণ
সমান
দ্বিগুণ
৪/৩ গুণ
3865. কোনটির দ্বারা বল পরিমাপ করা হয়?
বস্তুর ভর *ত্বরণ
বস্তুর ভর* দ্রুতি
বস্তুর ভর *বেগ
বস্তুর ভর* সরণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমরা জানি, বল, F = ma
3866. যদি ∑V এবং ∑H উভয়ের মান বিয়োগবোধক হয়, তবে লব্ধিবলের প্রকৃত কোণ হবে-
α = 180° - θ
α = 360°- θ
α = 180°+ θ
α = 360° + θ
3867. Moment of inertia of rectangular section of base 1'-6" and height 2'-0" is- [BPSC-22]
1.00 ft ^4
1.50 ft ^4
2.00 ft^4
3.00 ft^4
3868. পদার্থের আকৃতির কোনো পরিবর্তন ছাড়া পীড়ন (stress) বৃদ্ধি করাকে বলা হয়-
স্থিতিস্থাপক সীমা
ইন্ড (yield) স্ট্রেস
অন্তিম (ultimate) সীমা
ভাঙানো পীড়ন (breaking stress)
3869. কাজ করার সামর্থ্যকে বলে-
শক্তি
ক্ষমতা
কাজ
কর্মক্ষমতা
3870. কোনো ক্ষেত্রের ওপর লম্ব অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্টকে কী বলে?
মোমেন্ট অব ইনার্শিয়া
পোলার মোমেন্ট অব ইনার্শিয়া
ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট
রেডিয়াস অব জাইরেশন
3871. গড়িয়ে চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
আবর্ত ঘর্ষণ
স্থির ঘর্ষণ
চল ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঘর্ষণ বলকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। (১) স্থিতি ঘর্ষণ, (ii) গতি ঘর্ষণ, (iii) আর্বত ঘর্ষণ ও (iv) প্রবাহী ঘর্ষণ। আর্বত ঘর্ষণ: একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে, তখন সেটিকে বলে আর্বত ঘর্ষণ।
3872. কাজের ব্যবহারিক একক-
আর্গ
নিউটন
জুল
কিলোগ্রাম-মিটার
3873. একটি shaft যখন twisting moment-এ থাকে তখন shaft-টির প্রতিটি Cross section-এ থাকে-
tensile stress
shear stress
bending stress
compressive stress
3874. যদি ∑V এর মান বিয়োগবোধক এবং ∑H-এর মান যোগবোধক হয়, তবে লব্ধির বলের প্রকৃত কোণ হবে-
α= θ
α = 180° + θ
α = 180° - θ
α = 360° - θ
3875. লিভারের যান্ত্রিক সুবিধা কোনটি?
w/a
p/b
b/a
w/p
3876. কোনো বস্তুর ওপর 6kg-wt ও 8kg -wt বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি হবে-
10kg -wt
5kg -wt
7kg-wt
12kg-wt
ব্যাখ্যা: লব্ধি বল = √(6²+8²+2x6x8xcos 90) = 10 kg-wt (Ans.)
3877. Number of independent equation of a static equilibrium plane structure is --- [BPSC-22]
2
3
4
5
ব্যাখ্যা: ব্যাখ্যা: The number of independent equations to be satisfied for static equilibrium of plane is three. For example of ∑▒Fx= 0. ∑▒Fy = 0 and ∑▒FM = 0
3878. ঘর্ষণ সহগ (μ) মিউ হবে-
R/F
F/R
wcosθ/wsinθ
wsinθ/wcosθ
3879. অশ্বক্ষমতা সমান-
60 kg-m/sec
70 kg-m/sec
75 kg-m/sec
80 kg-m/sec
3880. ভঙ্গুর পদার্থের Compressive strength, tensile strength হতে-
বেশি
কম
সমান
দ্বিগুণ