MCQ
3881. বিম কত প্রকার?
৪ প্রকার
৫ প্রকার
৬ প্রকার
৭ প্রকার
3882. যে বিমের উভয় প্রান্ত দৃঢ়ভাবে আটকানো অবস্থায় লোড বহন করে, তাকে বলে-
ক্যান্টিলিভার বিম
আবদ্ধ বিম
সাধারণ বিম
ঝুলন্ত বিম
3883. ব্যাসের সমান্তরালে অর্ধবৃত্তের ভরকেন্দ্রগামী মোমেন্ট অব ইনার্শিয়া-
0.10r^4
0.11r^4
0.12r^4
0.13r^4
3884. ত্রিভুজের ভূমি b এবং উচ্চতা h হলে ভরকেন্দ্রগামী মোমেন্ট অব ইনার্শিয়া-
bh³/36
bh³/64
bh²/12
bh/12
3885. শিয়ার ফোর্স ডায়াগ্রাম যে বিন্দুতে চিহ্ন পরিবর্তন করে, তাকে বলে-
ইনফ্লেকশন বিন্দু
নিষ্ক্রিয় বিন্দু
নিরপেক্ষ বিন্দু
বিপজ্জনক বিন্দু
3886. 1 নিউটন মিটার সমান-
1 kg-m
10 ergs
5 dyne
1 Joule
3887. যে বিমের একপ্রান্ত দৃঢ়ভাবে আটকানো এবং অন্যপ্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে, তাকে বলে-
ক্যান্টিলিভার বিম
আবদ্ধ বিম
সাধারণ বিম
ঝুলন্ত বিম
3888. ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a ও b এবং উচ্চতা h. ভূমি b থেকে তার ভরকেন্দ্রের অবস্থান হবে-
π/3r^2 h
(h/3)* (b+2a)/(b+a)
3r/8
h/2
3889. ফাঁপা বৃত্তাকার ক্ষেত্রের পোলার মোমেন্ট অব ইনার্শিয়া-
π(D^4 -d^4)/16
π(D^4 -d^4)/8
π(D^4 -d^4)/64
π(D^4 -d^4)/32
3890. শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা কোন ধরনের?
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
ত্রিভুজাকার লোড
কাপল
3891. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের পরিবর্তনশীল বক্ররেখা বিমের ওপর নির্দেশ করে-
ত্রিভুজাকার লোড
কেন্দ্রীভূত লোড
আয়তাকার লোড
হেলানো লোড
3892. ঘূর্ণন দ্বারা কৃতকাজের পরিমাণ সমান-
2ΠRT
2ΠΝΤ
4HRT
4ΠRT
3893. যে-সব বিম-এর উভয় প্রান্ত সাপোর্টের ওপর অবস্থান করে লোড বহন করে, তাকে বলে-
ঝুলন্ত বিম
ক্যান্টিলিভার বিম
সাধারণভাবে স্থাপিত বিম
আবদ্ধ বিম
3894. শিয়ার ফোর্স ডায়াগ্রাম যে বিন্দুতে লম্ব রেখায় অবস্থান করে ঐ বিন্দুতে বিমের ওপর যে লোড কাজ করে, তা হলো-
কেন্দ্রীভূত লোড
ত্রিভুজাকার
আয়তাকার
কাপল
3895. একটি অর্ধবৃত্তের ভরকেন্দ্রের (CG) দূরত্ব হবে-
Υ = 3r/4π
Y = 3π/4г
Y = 4π/3г
Y = 4г /3π
3896. চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
চল ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
স্থির ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
3897. স্থির ঘর্ষণ বলের মান সর্বদা প্রয়োগকৃত বলের-
অর্ধেক
বেশি
সমান
দ্বিগুণ
3898. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলা হয়-
ইনফ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
বিপজ্জনক বিন্দু
নিষ্ক্রিয় বিন্দু
3899. শিয়ার ফোর্স ডায়াগ্রামের অনুভূমিক রেখা কোন ধরনের লোডের নির্দেশ করে?
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
শূন্য লোড
ত্রিভুজাকার লোড
3900. যে বিমের একপ্রান্ত সাপোর্টের বাইরে বাড়ানো অবস্থায় লোড বহন করে, তাকে বলে-
ঝুলন্ত বিম
সাধারণ বিম
আবদ্ধ বিম
ক্যান্টিলিভার