MCQ
3901. সমান্তরাল বল কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
3902. Modular ratio of the two material is the ratio of- linear stress to linear strain [MOD-20]
shear stress to shear strain
their modulus of elasticities
linear stress to linear strain
their modulus of rigidities
ব্যাখ্যা: ব্যাখ্যা: Modular ratio of the two materials is the ratio of their modulus of elasticity's. El/E2 = modular ratio
3903. কোনো চিত্রের ক্ষেত্রফলের মধ্যবিন্দুকে কী বলে?
কেন্দ্র
অক্ষ
প্রতিসম অক্ষ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো চিত্রের ক্ষেত্রফলের মধ্যবিন্দুকে কেন্দ্র বলে।
3904. নিম্নোক্ত কোন গুণাগুণ যাচাইয়ের জন্য M.S. rod-এর Tensile Test করা হয়? [MODMR-04]
Brittleness
Plasticity
Malleability
Ductility
3905. একটি কলাম (column) P ভার (load) বহন ৫১ গ করলে কলামটির দৈর্ঘ্যের পরিবর্তনের পরিমাণ হবে- [PWD-2000]
(PE)/(LA)
(PL)/(AE)
(PA)/(LE)
(AE)/(PL)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ E = Young's modulus of elasticity
L = কলামের দৈর্ঘ্য (Length of column)
A = কলামের Cross-Sectional area.
P = প্রয়োগকৃত লোড।
3906. যদি r = ১২ এবং r/s = ২৪/y ৪/ হয় তবে Y/s =? [PWD-04]
০.৫
8
২
৩
ব্যাখ্যা: ব্যাখ্যা: দেওয়া আছে, r = ১২ এবংr/s=24/y . So, y/s=২8/১২=২ (উত্তর)
3907. কোনো বস্তুতে একাধিক বলের মোমেন্ট হলো বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক-
যোগফল
বিয়োগফল
গুণফল
কোনোটিই নয়
3908. বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হেতু strain-কে বলা হয়- [MODMR-04]
Linear strain
Volumetric strain
Lateral strain
Shear strain
3909. 50mm² ক্ষেত্রফলের উপর 5N বল প্রয়োগ করলে পীড়নের পরিমাণ (stress) হবে- [MOE-04, 05]
1MPa
0.1MPa
10MPa
0.01MPa
ব্যাখ্যা: ব্যাখ্যা: Stress =P/A =5/50=0.1 MPa
3910. এক নিউটন সমান =? [MOE-04, 05]
১০^ ৩ ডাইন
১০^৫ ডাইন
১০^২ ডাইন
১০^৪ ডাইন
3911. কংক্রিট সংকোচন শক্তি (Compressive Strength) এবং প্রসারণ শক্তি (Tensile Strength)-এর অনুপাত সাধারণত- [MOE-04, 05]
৫
১০
১/৫
১/১০
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিটের সংকোচন শক্তি ও প্রসারণ শক্তির অনুপাত= সংকোচন শক্তি /প্রসারণ শক্তি = ১০/১=১০। যেহেতু সংকোচন শক্তি প্রসারণ
শক্তির চেয়ে ১০ গুণ বেশি।
3912. মোমেন্টের একক কী?
kg-cm
kg-m
N-m
all above
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোমেন্ট = বল x দূরত্ব
3913. এক অশ্ব শক্তি (HP) নিচের কোনটির প্রায় সমতুল্য? (MOE-04, 05)
1.431kW
1.746kW
1.5kW
0.746kW
3914. পয়সনের অনুপাত বলতে কী বুঝায়?[MOE-04, 05]
পার্শ্ব বিকৃতি/দৈর্ঘ্য বিকৃতি
দৈর্ঘ্য বিকৃতি/পার্শ্ব বিকৃতি
পার্শ্ব হ্রাস /দৈর্ঘ্য বৃদ্ধি
দৈর্ঘ্য বৃদ্ধি/পার্শ্ব হ্রাস
3915. যে-সব বল একটি বিন্দুতে মিলিত এবং তাদের ক্রিয়া রেখা একই তলে হলে ঐ সব বলকে বলা হয়-
কোপ্লেনার বল
কোলিনিয়ার বল
কনকারেন্ট বল
কোপ্লেনার কনকারেন্ট বল
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-সব বল একটি বিন্দুতে মিলিত এবং তাদের ক্রিয়া রেখা একই তলে হলে, ঐ সব বলকে ক্লোপ্লেনার কনকারেন্ট বল বলে।
3916. কোনো সেকশনের কোন অক্ষ প্রতিসম হলে x ̅ নির্ণয় করতে হয়?
X-X
Y-Y
দুইটি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রতিসমঃ যে বরাবর খুব সহজেই সমান দু'ভাগে ভাগ করা হয় সেই প্রতিসম বলে।
3917. L দৈর্ঘ্যের একটি সাধারণ বিমের উপর প্রতি মিটারে কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে- [R % D-01]
ωL²/4
ωL²/8
ωL²/10
ωL²/12
3918. Reinforcing steel-এর modulus of elasticity. (Es.) এর মান কত? [PWD-04]
29,000,000 psi
2,900,000 psi
33,000 psi
57,000 psi
3919. এক ব্যক্তির P মাইল যেতে Q ঘন্টা লাগে, R মাইল যেতে তার কত ঘণ্টা সময় লাগবে? [PWD-04]
PQ/R
P/QR
QR/P
PR/Q
ব্যাখ্যা: ব্যাখ্যা: P মাইল যায় ঘণ্টার Q
সুতরাং, ঐ ব্যক্তির R মাইল যেতে (QR)/Pঘণ্টা সময় লাগবে।
3920. MKS পদ্ধতিতে Stress-এর একক কোনটি? [MODMR-04]
kg.cm
kg/cm²
kg/cm
N/m²