Image
MCQ
4261. টুল ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়- [TTC-21]
টুল স্টিল
সিরামিক টুল
কার্বন স্টিল
ডায়মন্ড টুল
4262. ছাদের ঢালাইয়ে ব্যবহৃত পাথর কোনটি? [PPA-20]
গ্রানাইট
ব্যাসল্ট
স্লেট
প্যারিস
4263. কোন ধাতুর Ductility সর্বোচ্চ? [TTC-21]
Mild steel
Zinc
Copper
Aluminium
4265. The material used as an ingredient of concrete is usually-
cement
water
aggregate
all of these
4266. মার্বেলের রাসায়নিক নাম কী? [PPA-20]
মেটাফরমিক রক
আগিলেক্যুয়াস রক
ক্যালকেরাস রক
সিলিকাস রক
4269. ভবনের ছাদে পানি চুয়ানো বন্ধের জন্য ও তাপ প্রতিরোধ করার জন্য নিম্নের কোনটি ব্যবহৃত হয়?/DM-19, BB-211
সিমেন্ট কংক্রিট
বিটুমিনাস কংক্রিট
লাইম কংক্রিট
কোনোটিই নয়
4270. স্ট্যান্ডার্ড ইটের সাইজ কোনটি? [PPA-20]
18cm x 8cm x 8cm
19cm x 9cm x 9cm
20cm x 10cm x 10cm
21cm×11cm×11cm
4272. মিহি বালিতে ১০% পানি দিলে কত (%) আয়তন স্ফীতি হয়?[BB-211]
৩০%
৩৫%
80%
২৫%
4273. পাথরের পানি শোষণক্ষমতা শতাংশের বেশি হলে তা নির্মাণকাজে পরিত্যাজ্য। [PPA-20]
৫%
১৫%
১০%
২০%
4274. The breaking up of cohesion in a mass of concrete is called-
workability
bleeding
segregation
creep
4275. বাণিজ্যিকভাবে স্টিল উৎপাদনের জন্য কোন তিনটি কাঁচামাল ব্যবহৃত হয়? [BGFCL-21]
আয়রন ওর, কয়লা ও সালফার
আয়রন ওর, কার্বন ও সালফার
আয়রন ওর, কয়লা ও লাইম স্টোন
আয়রন ওর, কার্বন ও লাইম স্টোন
কোনোটিই নয়
4276. In order to provide colour, hardness and strength of the cement, the ingredient used is-
lime
silica
alumina
iron oxide
4277. প্রথম শ্রেণির ইটের ন্যূনতম ক্রাশিং স্ট্রেংথ সাধারণত কত MN/m² হয়ে থাকে? [BPSC, BWDB-201]
7.5
10.5
12.5
14.0
4278. The chemical ingredient of cement which provides quick setting property to the cement is
lime
silica
alumina
iron oxide
4279. রেলপথের ব্যালাস্ট হিসাবে কোন পাথর ব্যবহার করা হয়? [BB-21]
ল্যাটারাইট
গ্র্যাভেল
গ্রানাইট
ব্যাসাল্ট
4280. The function of aggregates in concrete is to serve as-
binding material
filler
catalyst
all of these