Image
MCQ
4285. ২৩। সিমেন্ট মশলায় ইট ব্যবহারের পূর্বে ইটকে পরিষ্কার পানিতে কত ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। [BGFCL-21]
২ ঘণ্টা
১২ ঘণ্টা
৪ ঘণ্টা
৮.ঘণ্টা
কোনোটিই নয়
4286. কুইক লাইম হচ্ছে ক্যালসিয়াম----[BGFCL-21]
কার্বনেট
বাই কার্বনেট
কোনোটিই নয়
অক্সাইড
ক্লোরাইড
4287. রডে কার্বনের পরিমাণ বেশি হলে-(MOCA-19, BBA-20, BB-21]
রড hard হবে
Ductility কমে যাবে
সহজে ভেঙে যাবে
উপরের সবগুলো
4289. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান উপাদানগুলো হচ্ছে। [BGFCL-21]
লাইম ও সিলিকা
অ্যালুমিনা ও সিলিকা
লাইম ও অ্যালুমিনা
লাইম ও আয়রন
4292. Proper curing of cement concrete, is good for its-
volume stability
strength
wear resistance
all of these
4293. The specific surface (in cm²/gm) of good Portland cement should not be less than-
500
1100
2250
3200
4294. কংক্রিটের ইনিশিয়াল সেট দ্রুতকরণের জন্য নিচের কোন অ্যাড মিক্সচারটি ব্যবহার করা হয়? [BGFCL-21]
জিপসাম
ক্যালসিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বনেট
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়
4295. The density of concrete---- with increase in the size of aggregate.
not change
increases
decreases
infinity
4300. সমুদ্র এলাকায় নির্মাণকাজে কোন সিমেন্ট ব্যবহৃত হয়?[DMLC-21]
Portland cement
Clay cement
Colour cement
Aluminous cement