Image
MCQ
561. কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ?
পাবক
তমসা
ধারাপাত
মনোজ
562. সমার্থক শব্দ ব্যবহার করলে-
শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়
শব্দার্থ পরিবর্তিত হয়
শব্দার্থের অবনতি ঘটে
শব্দ ভাণ্ডার হ্রাস পায়
563. 'বিরত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
অবিরত
সরত
নিবৃত
নিরত
564. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
ক্লোরোপিত্রিন
মিথেন
নাইট্রোজেন
ইথেন
565. 'অশ্রু' শব্দের প্রতিশব্দ-
নীর
বিধু
লোর
সরিৎ
566. 'বিসর্জন' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
আবাহন
বিসরন
আবির্ভাব
বিমর্শন
567. 'কড়ি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
কোমল
মধুর
সরল
হালকা
568. 'অন্ধকার'এর সমার্থক শব্দ নয়
তিমির
অমানিশা
আঁধার
কাজল
569. 'অনুলোপ' এর বিপরীত শব্দ কোনটি?
অভিলোপ
সুলোপ
প্রতিলোপ
বিলোপ
570. 'সন্ধি' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
বিয়োগ
বিগ্রহ
বর্জন
তিরোভাব
571. 'বিধবা' শব্দের বিপরীত শব্দ কী?
বহুপত্নীক
সধবা
বিপত্নীক
অধবা
572. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের-
অর্থ পরিবর্তিত হয়
অর্থের অবনতি ঘটে
সৌন্দর্য বৃদ্ধি পায়
সৌন্দর্য হ্রাস পায়
573. 'আস্থা' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
অনাস্থা
অনিচ্ছা
অনিষ্ট
অনাচার
574. 'মধুর' শব্দের বিপরীত শব্দ-
তিক্ত
মিষ্টি
অম্লত্ব
মন্দ
575. 'সঠিক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
সরল
বেঠিক
সহজ
সত্য
576. যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক । শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
AND গেইট
OR গেইট
NAND গেইট
উপরের কোনোটিই নয়
577. 'তিমির' শব্দের অর্থ কী?
কালো
সন্ধ্যা
কুশ্রী
অন্ধকার
578. 'আরোহন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
নীচে নামা
ওঠা
অবরোহণ
উপরে ওঠা
579. API মানে-
Advanced Processing Information
Application Processing Information
Application Programming Interface
Application Processing Interface
580. 'জনবিরল' শব্দের বিপরীত শব্দ হলো-
জনাকীর্ণ
জনহীন
নির্জন
জনশূন্য