Image
MCQ
521. 'পদ্ম' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
পাদপ
জলধি
উৎপল
শৈল
522. কোনটি 'পাহাড়' শব্দের সমার্থক শব্দ নয়?
ধরণী
গিরি
শৈল
পর্বত
523. 'পতাকা' শব্দের সমার্থক কোনটি?
দার
কেতন
রাতুল
অর্ণব
524. নিচের কোনটি 'নদী' শব্দের সমার্থক শব্দ নয়
স্রোতোবহা
লহরী
শৈবালিনী
তরঙ্গিনী
525. 'পৃথিবী'র প্রতিশব্দ কোনটি?
জলধি
মনোহর
পতি
বসুমতী
526. পৃথিবী'র সমার্থক শব্দ কোনটি?
অবনী
ভূধর
অদ্রি
অচল
527. কোনটি প্রতিশব্দ নয়?
অনিল
অর্ক
সুর
তপন
528. 'অটবি বায়ুবশে উঠিত সে উচ্ছসি' বাক্যটির 'অটবি' শব্দটির প্রতিশব্দ কোনটি
রবি
অরণ্য
মনোরম
কুসুম
529. 'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ধরণী
মোদিনী
গহিনী
কল্লোলিনী
530. নিচের কোনটি 'বায়ু' শব্দের প্রতিশব্দ?
চটুল
ক্ষণপ্রভা
মরুৎ
চঞ্চলা
531. 'দমকি দমকি দেয়া হাঁক, কাঁপে দামিনী'। এখানে 'দামিনী'
মেঘ
বিদ্যুৎ
পৃথিবী
নারীর নাম
532. নিচের যে প্রতিশব্দটি বেমানান-
পাদপ
বিটপী
দ্রুম
বিবস্বান
533. 'বসুন্ধরা' শব্দের সমার্থক শব্দযুগল-
দুনিয়া, সিতারা
পৃথিবী, যামিনী
পৃথ্বী, তটিনী
বসুমতী, অনন্তা
534. 'পাখি' এর সমার্থক শব্দ-
বিহগ
বিজরী
বিগ্রহ
বিটপী
535. 'দেহ' শব্দের প্রতিশব্দ কী?
বিভব
মর্দ
তনু
অহ
536. 'বলাহক' এর সমার্থক শব্দ কোনটি?
জীমূত
দ্বিরদ
মৃগেন্দ্র
রত্নাকর
537. 'জাহান' শব্দের সমার্থক শব্দ কোনটি?
সূর্য
বিশ্ব
তনয়া
বিশাল
538. 'নন্দন' শব্দের অর্থ কোনটি?
নীল
নতুন
ছেলে
বাতাস
539. কোনটি 'বাতাস' এর প্রতিশব্দ নয়?
হাওয়া
অর্ণব
পবন
অনিল
540. নিচের কোনটি 'মেঘ' শব্দের সমার্থক শব্দ?
জলদ
কুরচি
ক্ষণপ্রভা
জলজ