Image
MCQ
1281. 'মনীষা' শব্দের বিপরীত অর্থ-
নির্বোধ
প্রভা
মনস্বিতা
স্থিরতা
1282. নিচের কোন বিপরীত শব্দযুগল শুদ্ধ নয়?
ঊর্ধ-অধ
আকাশ-পাতাল
সম্মুখে-পেছনে
ভিতর-বাহির
1283. . 'হৃদ্য' শব্দের বিপরীত শব্দ-
ঘৃণা
অহৃদ্য
বিরক্ত
অবহেলা
1284. বঙ্গবন্ধুকে 'রাজনীতির নান্দনিক শিল্পী' বলেছেন?
মাওলানা ভাসানী
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
তাজউদ্দীন আহমেদ
শেখ হাসিনা
1285. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন কত সালে?
২০০৩
২০০৪
২০০৫
২০০৬
1286. 'সৌম্য' এর বিপরীত শব্দ-
উগ্র
শান্ত
কঠিন
উদ্ধত
1287. 'মুখ্য' এর বিপরীত শব্দ কোনটি?
প্রধান
গৌণ
সূক্ষ্ম
গুণ্য
1288. . 'শোক' শব্দের বিপরীত শব্দ- (১১তম বেসরকারি প্রভাষক নিবন্ধন। ১৪)
দুঃখ
হর্ষ
অনুতাপ
ব্যথা
1289. 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
নির্ভর
প্রত্যয়
বিস্ময়
দ্বিধা
1290. কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে?
কলকাতা
দিল্লী
লন্ডন
কলম্বো
1291. 'স্থাবর' শব্দের বিপরীত শব্দ কোনটি?
জঙ্গণ
স্থাবরহীন
জঙ্গম
স্থাবরবিহীন
1292. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
গরল
কুটিল
জটিল
বক্র
1293. 'সুরভী' এর বিপরীতার্থক শব্দ-
কৃষ
শুভ্র
পুতি
সুশীল
1294. নিচের কোন বিপরীতার্থক শব্দজোড় অশুদ্ধ?
শুষ্ক-রুক্ষ
স্বতন্ত্র-পরতন্ত্র
সুবহ-দুর্বহ
ক্রয়-বিক্রয়
1295. 'সৌম্য' এর বিপরীত শব্দ কী?
অসুন্দর
কুৎসিত
কাপুরুষ
কোনোটিই নয়
1296. 'সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' বইয়ের মোড়ক উন্মোচন হয় কোন তারিখে?
২০১৮ সালের ৬ সেপ্টেম্বর
২০১৮ সালের ৭ সেপ্টেম্বর
২০১৭ সালের ৬ সেপ্টেম্বর
২০১৮ সালের ৮ সেপ্টেম্বর
1297. সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' গ্রন্থে কত তারিখে গোয়েন্দা প্রতিবেদন সূচনা হয়?
১৩ জানুয়ারি, ১৯৪৮
২১ ফেব্রুয়ারি, ১৯৫২
১৫ এপ্রিল, ১৯৫০
৭ মার্চ, ১৯৪৯
1298. 'শর্বরী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
দিবস
কুটিল
কুৎসিত
সৌম্য
1299. 'শান্ত' এর বিপরীত শব্দ-
স্থির
অনবরত
গতিশীল
অনন্ত
1300. 'যোজক' এর বিপরীত শব্দ কী?
প্রণালী
বিয়োজক
হ্রাস
কোনোটিই নয়