MCQ
1261. 'ব্যষ্টি' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
সৃষ্টি
সমষ্টি
বৃদ্ধি
ভবিষ্যৎ
1262. . কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
অনুলোম-প্রতিলোম
নশ্বর-শাশ্বত
গরিষ্ঠ-লঘিষ্ঠ
হৃষ্ট-পুষ্ট
1263. 'সমক্ষ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
প্রত্যক্ষ
পরোক্ষ
তুলনীয়
অনুক্ষ
1264. 'সুষম' শব্দের বিপরীত শব্দ কোনটি?
অনন্ত
পরলৌকিক
সৌন্দর্য
অসম
1265. 'মনীষা' শব্দের বিপরীত অর্থ কোনটি?
নির্বোধ
প্রভা
মনস্বিতা
স্থিরতা
1266. নিচের কোন বিপরীত শব্দজোড় শুদ্ধ নয়?
ঊর্ধ্ব-অধঃ
উত্তর-দক্ষিণ
উত্তম-মধ্যম
উত্থান-পতন
1267. 'আলো' শব্দের বিপরীত শব্দ কোনটি?
আধার
কালো
মন্দ
তিমির
1268. 'অলীক' এর বিপরীত শব্দ-
মিথ্যা
আশা
অনীহা
সত্য
1269. 'সদর' শব্দের বিপরীত শব্দ কোনটি
অন্ধকার
প্রকাশ্য
অন্দর
প্রান্ত
1270. ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
৩ বছরে
৪ বছরে
৫ বছরে
৬ বছরে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: আমরা জানি,
C=P (1+ nr /১০০)
⇒ ৫৫৮=৪৫০ (১+- nx৬ /১০০)
১০০+৬০
⇒ ৫৫৮=৪৫০ (১০০+ ৬n/ ১০০
=৫৫৮০০ /৪৫০ ⇒ = ১০০+৬n
⇒৬n = ১২৪-১০০
⇒ ৬n = ২৪
.. n = 8
1271. 'আলো' শব্দের বিপরীত শব্দ কোনটি?
আধার
কালো
অন্ধকার
আঁধার
1272. একটি মটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য ১২০০ ১৬৫ ক টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মটর সাইকেলের ক্রয় মূল্য
৬০০০ টাকা
৫০০০ টাকা
৪০০০ টাকা
৮০০০ টাকা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ধরি, ক্রয়মূল্য ১০০ টাকা
.:. ১২% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ – ১২ = ৮৮ টাকা
.. ৮% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা
সুতরাং, উভয় বিক্রয়মূল্যের পার্থক্য = ১০৮ – ৮৮ = ২০ টাকা
.:. বিক্রয়মূল্যের পার্থক্য ২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
১ ১০০/২০
১২০০ ১০০×১২০০ /২০
= ৬০০০ টাকা "
1273. পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে, রবিনের আয় কত?
36 টাকা
12 টাকা
72 টাকা
84 টাকা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: পনির: তপন = 4 : 3 = (4×5): (3×5) = 20:15
এবং, তপন: রবিন = 5 : 4 = (5×3): (4:3) = 15:12 ..
পনির: তপন: রবিন = 20 : 15:12
ধরি, পনির, তপন ও রবিনের আয় যথাক্রমে 20x, 15x এবং 12x টাকা।
প্রশ্নমতে,
20x = 120
: x = 6
. .: রবিনের আয় = 12 x 6 = 72 টাকা।
1274. নিচের বিপরীত শব্দযুগলের মধ্যে অশুদ্ধ-
খাতক-মহাজন
আসমান-জমিন
সিক্ত-রিক্ত
স্বপ্ন-বাস্তব
1275. নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩, ও ৪ অবশিষ্ট থাকে?
৪৮
৫৪
৫৮
৬০
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: এখানে, ৩-১ = ২, ৪-২ = ২, ৫- ৩ = ২ এবং ৬-৪ = ২।
সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু. অপেক্ষা ২ কম।
এখন, ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু= ৬০
.:. নির্ণেয় সংখ্যাটি = (৬০ – ২) = ৫৮
1276. 'সন্নিকৃষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
বিস্তৃত
বিশ্লিষ্ট
দূরবর্তী
বিপ্রকৃষ্ট
1277. 'সন্ন্যাসী' এর বিপরীত শব্দ কোনটি?
গৃহী
গৃহি
সন্ন্যাস
কোনোটিই নয়
1278. নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ?
মৌন-মুখর
বাদ-প্রতিবাদ
আবশ্যিক-আংশিক
হংস-মিথুন
1279. নিচের কোনটি অমূলদ সংখ্যা?
0.4
√9
5.639
√27/48
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: প্রশ্নে উল্লেখিত প্রতিটি সংখ্যাই মূলদ সংখ্যা।]
0.4 (মূলদ সংখ্যা)
[.. সকল দশমিক পৌনঃপুনিক সংখ্যাই মূলদ সংখ্যা]
√9=√32 = 3 (মূলদ সংখ্যা)
5.639 (মূলদ সংখ্যা)
√(27/48) =√((3×9)/(3×16)) =3/4
1280. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ঐচ্ছিক-অনাবশ্যিক
কুটিল-সরল
কম-বেশী
কদাচার-সদাচার