Image
MCQ
1261. 'অনুগ্রহ' এর বিপরীতার্থক শব্দ- সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২/ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩]
নিগ্রহ
দয়া
বিগ্রহ
প্রতিগ্রহ
1262. 'আকাশ' এর বিপরীত শব্দ- (জনতা ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (টেলার): ১৫)
বাতাস
কুসুম
বাণী
পাতাল
1263. 'আদিম' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? (বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের সিনিয়র অফিসার: ১১।
অন্ত
অন্তম
অন্তিম
পশ্চিম
1264. 'আদিষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১১/ জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক: ০৭।
নিষিদ্ধ
উদ্যত
হাজির
অনাসক্ত
1265. 'আঁটি' শব্দের বিপরীত শব্দ হচ্ছে? (পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার (ক্যাশ): ১৩/
সাস
শীষ
শাঁস
শাষ
1266. 'অনাস্থা' শব্দটির বিপরীত শব্দ- (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ৯২]
প্রদান
আমল
আকর্ষণ
আস্থা
1267. 'অধিত্যকা' এর বিপরীতার্থক শব্দ কোনটি? [৪২তম বিসিএস)
উপত্যকা
ধিত্যকা
পার্বত্য
সমতল
1268. 'আরোহণ' এর বিপরীতার্থক শব্দ কোনটি? (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিনিয়র অফিসার: ১১/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার (ক্যাশ): ১১)
অবরোহন
সংশ্লেষণ
বিসর্জন
বহির্গমন
1269. 'অপচয়' এর বিপরীত শব্দ কোনটি? । বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক: ২৩/ এনএসআই এর ওয়াচার কনস্টেবল: ১৯।
সাশ্রয়
কৃচ্ছতা
কৃপণতা
সঞ্চয়
1270. 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ কোনটি? (স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার: ২২/১৭তম শিক্ষক নিবন্ধন: ২২/ জনতা ব্যাংকের অফিসার (ক্যাশ): ২০/ সাব-রেজিস্টার পরীক্ষা: ৯২]
চিরন্তন
বিসর্জন
উত্তরণ
প্রসারণ
1271. 'অনন্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি? (আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৬/
অসীম
সীমাহীন
অকুল
সান্ত
1272. 'আপদ' এর বিপরীত শব্দ কী? বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক:১২।
সম্পদ
বিপদ
বিগ্রহ
নিগ্রহ
1273. 'আবাহন' শব্দের বিপরীত কোনটি? প্রাথমিক সহকারী শিক্ষক: ২২]
আরোহন
মিলন
বিসর্জন
স্নান
1274. 'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? [বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদ: ২৩/ ডাক বিভাগের পোস্টম্যান: ২৩]
নিরপরাধ
প্রাচীন
অনুজ
অনভ্যাস
1275. 'অনুরক্ত' এর বিপরীত শব্দ কোনটি? প্রাথমিক সহকারী শিক্ষক: ০৩] )
আসক্ত
সংসক্ত
আরক্ত
বিরক্ত
1276. 'আবির্ভাব' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা: ২২/১৭তম শিক্ষক নিবন্ধন: ২২/
তাদৃশ
আত্ম
তিরোভাব
আরোহন
1277. 'অতিকায়' শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাথমিক সহকারী শিক্ষক:১৯।
বৃহৎ
ক্ষুদ্রকায়
অণু
অল্প
1278. 'ইতর' এর বিপরীত শব্দ কোনটি? (যুব উন্নয়ন অধিদপ্তরের সুপারভাইজার: ১৯/১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৪)
অভদ্র
মিথ্যা
উত্তম
ভদ্র
1279. 'অনাবিল' শব্দের বিপরীত শব্দ- অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী: ১১/
আবিল
নাবিল
আনাবিল
কোনোটিই নয়
1280. 'আকস্মিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অর্থমন্ত্রণালয়ের ক্লাস্টার আইটি অ্যাসিসটেন্ট: ১২/রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:১১)
হঠাৎ
চিরন্তন
তিরোভাব
স্থির