Image
MCQ
1641. নিচের কোনটি তৎসম শব্দ?
গেরাম
চামার
মাটি
নারিকেল
1644. 'বালতি' শব্দটি
পর্তুগিজ
ফারসি
ইংরেজি
হিন্দী
1645. 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে কী বুঝায়?
টিকটিকি
উইপোকা
তেলাপোকা
মাকড়সা
1646. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
সাহেব
সঙ্গী
কবিরাজ
শিক্ষক
1647. চাবি, জানালা, বালতি- এগুলো কোন ভাষা থেকে এসেছে?
পর্তুগিজ
রুশ
আরবি
চিনা
1648. বাংলার প্রথম সার্থক মহাকাব্য-
বৃত্রসংহার
মহাশ্মশান
ত্রয়ীকাব্য
মেঘনাবদ কাব্য
1649. ১+৩+৫+৭ ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত?
n((n+1)
n(n-1)
n²+1
1650. 'একতারা' শব্দটি যে ভাষা থেকে এসেছে?
আরবি
ফারসি
তুর্কি
সংস্কৃতি
1652. অপটিক্যাল ফাইবার এর সবচেয়ে ভেতরের অংশ কোনটি?
বাফার
ক্ল্যাডিং
জ্যাকেট
কোর
1653. কোন সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির এক তৃতীয়াংশ যোগ করলে যোগফল ৪৯ হয়। সংখ্যাটি কত?
16
20
26
21
1654. বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?
১ গুণ
৩ গুণ
২ গুণ
৪ গুণ
1655. 'মহানবী' কোন সমাস-
দ্বিগু
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
1656. নিচের কোন গ্রন্থটি উপন্যাস?
সোনার তরী
দোলন চাঁপা
মানসী
শেষের কবিতা
1657. 'ছন্দের জাদুকর' কোন কবি?
সুকুমার রায়
আল মাহমুদ
সত্যেন্দ্রনাথ দত্ত
জসীমউদ্দীন
1658. বাংলা গদ্যের জনক কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মানিক বন্দোপাধ্যায়
1659. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
বিভক্তি
প্রত্যয়
ধাতু
কোনটিই নয়
1660. নিচের কোনটি তৎসম শব্দ?
পছন্দ
ধূলি
হিসাব
শৌখিন