Image
MCQ
1661. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের বিশেষণ? রাজউকের ইসরয় পরিদর্শক। ২২/
পৃথ্বী
ধরণী
পার্থিব
বসুধা
1662. বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত কোন শব্দজোড় শুদ্ধ নয়? (স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার: ২২
সৌন্দর্য-সুন্দর
পরমাণু-পারমাণবিক
সংবাদ- সাংবাদিক
আকুলতা-আকুতি
1663. প্রতিসরণজনিত শুদ্ধি, বক্রতার শুদ্ধির কত অংশ? - [PW D-2000]
১/৬অংশ
১/৭অংশ
১/৫অংশ
১/৮অংশ
1664. কোন ধরনের রেখা থেকে অফসেট নিয়ে নকশায় জমির প্লটগুলো চিহ্নিত করা হয়?
মোরব্বা রেখা
সিকমি রেখা
পরতাল রেখা
শটান রেখা
1665. বাংলাদেশের জিটিএস বেঞ্চমার্কগুলো স্থাপিত হয়-
পিডিবি কর্তৃক
পিডব্লিউডি কর্তৃক
ভূমি সেটেলমেন্ট অধিদপ্তর কর্তৃক
বাংলাদেশ জরিপ সংস্থা কর্তৃক
1666. চালাকের বিশেষ্য পদ কোনটি? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১/
চাতুর্য
চালাকি
চাতুরি
চতুর
1667. 'অভিধান' শব্দটির বিশেষণ পদ কোনটি? অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২।
অভিধান
অভিধানিক
অভিধানি
আভিধানিক
1668. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে? খাদ্য অধিদপ্রাতের অদিন সহকারী। ২১।
বিশেষণের পূর্বে
বিশেষ্যের পূর্বে
প্রথমে
শেষে
1669. ঢালের কোণ পরিমাপে ব্যবহৃত হয়-
ক্লিনোমিটার
ক্রস স্টাফ
অপটিক্যাল স্কয়ার
প্লানিমিটার
1670. সে এখন যাবে না। এই বাক্যে 'না' কোন পদ? এনএসআই এর ফিল্ড অফিসার। ২১/
বিশেষণ
অনুসর্গ
অব্যয়
ক্রিয়াবিশেষণ
1671. 'এক' এর বিশেষ্যরূপ কোনটি? (সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২)
একাধিক
একক
বহু
একতা
1672. সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে 'সভয়ে' পদটি কোন বিশেষণের উদাহরণ?। প্রাথমিক সহকারী শিক্ষক: ২১
বিশেষ্যের বিশেষণ
নাম বিশেষণ
ক্রিয়া বিশেষণ
বিশেষণের বিশেষণ
1673. পর পর দুটি 'contour'-এর খাড়া (vertical) দূরত্বকে বলে- [PWD-2000]
vertical equivalent
horizontal equivalent
contour interval
contour gradient
1674. 'সুকুমার' শব্দের বিশেষ্য রূপ কোনটি? (ফায়ার সার্ভিসের স্টেশন ২২
সৌকুমার্য
সৌকূমার্য
সুকুমার্য
সোকৌমার্য
1675. কিস্তোয়ার জরিপে ব্যবহৃত স্কেল-
1:100 হতে 200
1:200 হতে 500
1:500 হতে 5000
1:5000 হতে 10,000
1676. 'জন্ম' শব্দের বিশেষণ- বেসামরিক বিমানের নিরাপরা অপারেটর। ২১/
জীবন
জাতি
জাত
বংশ
1677. কোনটি যান্ত্রিক ত্রুটি?
লেভেল যন্ত্রের ত্রুটিপূর্ণ স্থায়ী সমন্বয়ন
যন্ত্রের ত্রুটিপূর্ণ অস্থায়ী সমন্বয়ন
ভূপৃষ্ঠের বক্রতাজনিত ত্রুটি
পেরালাক্স অবস্থায় পাঠ গ্রহণ
1678. কোনটি বিনিময়ক্রম লেভেলিং-এর উদ্দেশ্য?
এলিভেশনের প্রকৃত পার্থক্য নির্ণয়
বক্রতা ও প্রতিসরণ ভ্রান্তি মুক্ত করা
কলিমেশন ভ্রান্তি দূর করা
দুই বিন্দুর মাঝামাঝি যন্ত্র স্থাপনার অসুবিধা দূর করা নোট: উপরের সবগুলো]
1679. 'শ্যামল' পদের বিশেষ্য কোনটি? পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা। ২২
শ্যামালিকা
শ্যামলী
শ্যাম
শ্যামালিমা
1680. 'দ্বেষ' এর বিশেষণ রূপ কী? জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী। ২১/
দ্বিষ্ট
দ্বেষী
বিদ্বেষ
দিষ্ট