Image
MCQ
1681. Theodolite-এর line of collimation হচ্ছে- [R&H-01]
Objective-এর optical centre এবং eyepiece-এর centre দিয়ে গমনকারী line
Diaphragm-এর cross hairs-এর ছেদবিন্দু এবং objective-এর optical centre দিয়ে গমনকারী line
Diaphragm-এর cross hairs-এর ছেদবিন্দু এবং eyepiece-এর মধ্যবিন্দু দিয়ে গমনকারী line
উল্লিখিত কোনোটিই নয়
1682. 'সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে।'- এ বাক্যে 'সৌন্দর্য' কোন পদ? কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী। ২১/
বিশেষণ
অব্যয়
সর্বনাম
বিশেষ্য
1683. কোনো বস্তুর মধ্যাহ্নের পূর্বের ও পরের ছায়ায় উৎপন্ন কোণের সমদ্বিখণ্ডক রেখাকে বলে-
ধার্যকৃত মধ্যরেখা
প্রকৃত মধ্যরেখা
চুম্বকীয় মধ্যরেখা
কৌণিক রেখা
1684. যখন উভয় স্টেশন পরিদৃশ্য হয়, তখন শিকল রেখা পঙক্তিকরণে ব্যবহৃত হয়-
প্রত্যক্ষ পদ্ধতি
পরোক্ষ পদ্ধতি
ধাপ পদ্ধতি
কোনোটিই নয়
1685. Tachometer-এর constant) হলো- গুণক ধ্রুব (Multiplying [PWD-2000]
f/i
i/f
f/d
f+d
1686. নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ। ২১/
চৌকস লোক
ভাজা মাছ
নীল আকাশ
কালো মেঘ
1687. কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ? বেসামরিক বিমান চলাচলের এরোড্রাম ফায়ার লিডার। ২১/
তিনি এখানে এসেছিলেন
একটু ঘরে আসুন না
গতকাল তিনি এসেছেন
ছেলেটি দ্রুত দৌড়ায়
1688. 'অর্ধেক সম্পত্তি'- এখানে 'অর্ধেক' কোন পদ? (বাংলাদেশ সের কর্তৃপক্ষের সহকারী পরিচালক। ২০
বিশেষণ
বিশেষ্য
নামবাচক বিশেষ্য
সর্বনাম
1689. 'মেটে কলসী' শব্দবন্ধে 'মেটে' কোন প্রকার বিশেষণ? সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহকারী প্রোগ্রামার: ২১]
গুণবাচক
রূপবাচক
অবস্থাবাচক
উপাদানবাচক
1690. তোমার এ পূণ্য প্রচেষ্টা সফল হোক। বাক্যটিতে পূণ্য শব্দটি হলো- পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর। ১৯)
বিশেষ্য
ক্রিয়া
বিশেষণ
অব্যয়
1691. 'বুনো' শব্দটির পদ কি? (পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী: ২১
বিশেষ্য
কোনটিই নয়
বিশেষণ
অব্যয়
1692. 'বুদ্ধিমান' এর বিশেষ্য পদ কী? পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যানডেন্টন্ট। ২০/
বুদ্ধি
বুদ্ধিজীবী
বোদ্ধা
1693. কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? রেলওয়ের গার্ড। ২২/ পেট্রোবাংলার হিসাব সহকারী। ১৯
ধীরে চল
মেটে কলসি
সে পূণ্যবান
ঘোড়া খুব দ্রুত চলে
1694. 'অলস' এর বিশেষ্য পদ কোনটি? বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ ২২/ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পাইভার।২০/
অলসতা
আলসেমী
আলস্য
আলসে
1695. ঢালু ভূমিতে শিকল রেখা পঙক্তিকরণে ব্যবহৃত হয়-
প্রত্যক্ষ পদ্ধতি
পরোক্ষ পদ্ধতি
ধাপ পদ্ধতি
কোনোটিই নয়
1696. 'মন' শব্দের বিশেষণ- গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসার। ২২/ উত্তরা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার: ২২/ উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার: ২১
মানস
মানুষ
মানসিক
মনন
1697. 'তাজা মাছ' কোন বিশেষণ? প্রাথমিক সহকারী শিক্ষক: ২২)
অবস্থাবাচক
অংশবাচক
গুণবাচক
রূপবাচক
1698. Plane Table Survey-এর জন্য কমপক্ষে কতগুলো station আবশ্যক?- [R & H-2001]
একটি
দুইটি
তিনটি
চারটি
1699. কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয়রূপে ব্যবহৃত হতে পারে?/সাধারণ বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী। ১৯
দেশ
বন্দর
সুন্দর
ব্যথা
1700. 'মেঘলা' কি ধরনের শব্দ? প্রাথমিক সহকারী শিক্ষক। ১৯।
বিশেষ্য
ক্রিয়া বিশেষণ
বিশেষণ
বিশেষ্যের বিশেষণ