Image
MCQ
1921. নিচের কোনটি যৌগিক শব্দ? (বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক। ২০)
হস্তী
পংকজ
গবেষণা
কোনোটিই নয়
1923. 'কর্ম কর, অনুরূপ ফল পাবে।' গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য? ১২শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা। ১৮/
সরল
যৌগিক
জটিল
কার্যকারণাত্মক
1924. কোনটি যৌগিক শব্দ? (বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর। ১৯/
তৈল
দৌহিত্র
রেশম
মহাযাত্রা
1925. বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র। কোন ধরনের বাক্য? জিনতা ব্যাংকের অফিসার (ক্যাশ): ২০)
সরল বাক্য
মিশ্র বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
1926. . 'বাংলাদেশ যেন জয়লাভ করে।'- এটি কোন ধরনের বাক্য? (১২শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা। ১৮
আবেগসূচক
বর্ণনাত্মক
প্রার্থনাসূচক
অনুজ্ঞাসূচক
1927. 'শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান'- এটি কোন ধরনের বাক্য? /কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর অডিটর। ১৯।
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
খণ্ডবাক্য
1928. 'নালিশটা অযৌক্তিক' কোন ধরনের বাক্য? সমন্বিত ৮ ব্যাংকের সিনিয়র অফিসার: ১৯।
নেতিবাচক
প্রশ্নবাচক
অস্তিবাচক
অনুজ্ঞাবাচক
1929. 'বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে'- কোন ধরনের বাক্য? সিওজের কার্য সহকারী। ২২/ গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসার। ২২ / উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার: ২১/ বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ২১/
সরল
জটিল
যৌগিক
মিশ্র
1930. নিচের কোনটি মৌলিক শব্দ নয়? উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার। ২১/ জনতা ব্যাংকের অফিসার (ক্যাশ)/২০
গোলাপ
হাত
গায়ক
ফুল
1931. . 'লাজুক' কোন ধরনের শব্দ? [বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২১/ বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর: ১৯]
মৌলিক
যোগরূঢ়
রূঢ়ি
যৌগিক
1932. অর্থ অনুসারে 'হরিণ' কোন ধরণের শব্দ? [১৫তম শিক্ষক নিবন্ধন: ১৯]
যৌগিক
যোগরূঢ়
মৌলিক
রূঢ়ি
1933. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে- (প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/
জটিল বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
1934. নিচের কোনটি যোগরূঢ় শব্দ? [বিএডিসি'র হিসাব সহকারী: ১৯]
দৌহিত্র
তুরঙ্গম
বাঁশি
তৈল
1935. একই বাক্য রচনায় সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণকে কী বলে?/বাণী ব্যাংকের জুনিয়র অফিসার। ১৯/
গুরুচণ্ডালী দোষ
দ্বিত্বজনিত ভুল
বাহুল্য দোষ
বাচ্যজনিত দোষ
1936. মৌলিক শব্দ কোনটি? [১৫তম প্রভাষক নিবন্ধন (কলেজ): ১৯]
শ্রবণ
পরিষ্কার
পাঠক
কালো
1937. Which one is the plural form of ' Genius'?
Geni
Genii
Geniusess
none
1938. This book is __ one I was looking for .
a
an
the
no article
1939. Which one is the plural of 'Matrix'?
Matrices
Matrix
Matrixs
none
1940. 'তবু না বলা কথাটি সবাই মেনে নেয়' বাক্যটির নেতিবাচক রূপ- সোনালী ব্যাংক লি. সিনিয়র অফিসার। ১৮/
তবু না বলা কথাটি সবাই মেনে নেয় না
তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না
তবু না বলা কথাটি সবার না মানার উপায় থাকে না
তবু না বলা কথাটি সবার মানতে হয়